পাসের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার এবং জিপিএ-৫ উভয় সূচকেই এগিয়ে রয়েছে মেয়েরা। এই পরীক্ষায় এবার ছাত্রদের গড় পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন উত্তীর্ণ হয়েছে। আর ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছাত্র এবং এক লাখ তিন হাজার ৫৭৮ জন ছাত্রী।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।

এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ , ১৬ পৌষ ১৪২৮ ২৬ জমাদিউল আউয়াল

পাসের হার ও জিপিএ-৫, এগিয়ে মেয়েরা

নিজস্ব বার্তা পরিবেশক

image

ফল প্রকাশের পর আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা ভিকারুন্নেসার ছাত্রীরা -সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার এবং জিপিএ-৫ উভয় সূচকেই এগিয়ে রয়েছে মেয়েরা। এই পরীক্ষায় এবার ছাত্রদের গড় পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন উত্তীর্ণ হয়েছে। আর ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছাত্র এবং এক লাখ তিন হাজার ৫৭৮ জন ছাত্রী।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।

এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।