কনকনে শীত উপেক্ষা করে বোরো চারা রোপণ

পৌষের কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ভরা হাড় কাপানো শীত উপেক্ষা করে কাঁদাপানিতে নেমে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন ভালুকার বিভিন্ন গ্রামের কৃষকগণ। ২ জানুয়ারি ভালুকা পৌর এলাকার ভা-াব খীরু নদীর পারে বোর ধানের চারা রোপণের সময় কথা হয় কৃষক সুজন মিয়ার সঙ্গে। তিনি জানান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারনে শ্রমিক সঙ্কট রয়েছে। চারা লাগানোর উপযুক্ত সময় হওয়ায় বেশি মজুরি দিয়ে ক্ষেতে চারা লাগানো শুরু করেছেন। তিনি জানান ৩০০ টাকা কাঠা জমি চাষ করে ৬০০ টাকা রোজ ও এক বেলা খাবার দিয়ে খেত রোপণ করাচ্ছেন। ১৭০ টাকা পাল্লা বাংলা টি এস পি সার খেতে প্রয়োগ করেছেন ।

বাজার ভাল হওয়ায় চাষীরা ধান চাষে বেশি আগ্রহী হচ্ছেন। ভালুকা উপজেলার বেশিরভাগ এলাকা ও খাল বিল নিম্নœাঞ্চল হওয়ায় এখানকার কৃষকেরা বোর আবাদে বেশি আগ্রহী। উপজেলার ভালুকা, ভরাডোবা, মেদুয়ারী, উথুরা, ধীতপুর, বিরুনীয়া, মল্লিকবাড়ী, কাচিনা, হবিরবাড়ী ও রাজৈ ইউনিয়নের অধিকাংশ জমিতে বোরো আবাদ হয়। ভালুকার ওপর দিয়ে খীরু নদীসহ বেশ কয়েকটি ছোট নদী ও অসংখ্য খাল বিল থাকায় বোরো মৌসুমে পানি সেচের সুবিধা পেয়ে থাকেন। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৪০ হেক্টর জমি। উফসী ১৬ হাজার ৮৮০, হাইব্রিড ১২৫০ ও স্থানীয় জাত ১০। চলতি মৌসুমে ইউরয়া সার মজুদ রয়েছে ৩৯৭ মেট্রিক টন উত্তোলনের বাকি ৩৫৫ মেট্রিক টন। টিএসপি মজুদ ২৩০ মেট্রিক টন, ডিএপি ২৯০, এম ও পি ২৮০ মেট্রিক টনসহ বোর মৌসুমের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ হতে বোর আবাদে চাষিদের মাঠ পর্যায়ে লগু পদ্ধতিতে চারা রোপণসহ প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে।

image

ভালুকা (ময়মনসিংহ) : ভরা হাড় কাপানো শীত উপেক্ষা করে কাঁদাপানিতে নেমে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক -সংবাদ

আরও খবর
জমির উর্বর মাটি ভাটায় হুমকিতে ফসল-পরিবেশ
ঝালকাঠিতে নিহতদের স্মরণে শোকসভা
টাকা ছাড়া মেলে না বিনামূল্যের বই!
বিএফইউজে’র ৮ দফার সমর্থনে মানববন্ধন
কটিয়াদীতে গরুর মড়ক ১২ গরুর মৃত্যু
টঙ্গীতে ছিনতাইকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলা তিন শ্রমিক আহত
অবশেষে ১৯ বছর পর দুই ইউপিতে ভোট
সিংড়ায় দাদন ব্যবসায়ীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
প্রচারে বাধা ও হামলার প্রতিবাদে নেত্রকোনায় প্রার্থীর সংবাদ সম্মেলন
শেবাচিমে চিকিৎসাধীন আসামির পলায়ন দুই পুলিশ বরখাস্ত
সীতাকুণ্ডে ছাত্রীর এডিট করা ছবি ভাইরাল শিক্ষক আটক

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২ , ১৯ পৌষ ১৪২৮ ২৯ জমাদিউল আউয়াল

কনকনে শীত উপেক্ষা করে বোরো চারা রোপণ

প্রতিনিধি ভালুকা (ময়মনসিংহ)

image

ভালুকা (ময়মনসিংহ) : ভরা হাড় কাপানো শীত উপেক্ষা করে কাঁদাপানিতে নেমে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক -সংবাদ

পৌষের কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ভরা হাড় কাপানো শীত উপেক্ষা করে কাঁদাপানিতে নেমে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন ভালুকার বিভিন্ন গ্রামের কৃষকগণ। ২ জানুয়ারি ভালুকা পৌর এলাকার ভা-াব খীরু নদীর পারে বোর ধানের চারা রোপণের সময় কথা হয় কৃষক সুজন মিয়ার সঙ্গে। তিনি জানান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারনে শ্রমিক সঙ্কট রয়েছে। চারা লাগানোর উপযুক্ত সময় হওয়ায় বেশি মজুরি দিয়ে ক্ষেতে চারা লাগানো শুরু করেছেন। তিনি জানান ৩০০ টাকা কাঠা জমি চাষ করে ৬০০ টাকা রোজ ও এক বেলা খাবার দিয়ে খেত রোপণ করাচ্ছেন। ১৭০ টাকা পাল্লা বাংলা টি এস পি সার খেতে প্রয়োগ করেছেন ।

বাজার ভাল হওয়ায় চাষীরা ধান চাষে বেশি আগ্রহী হচ্ছেন। ভালুকা উপজেলার বেশিরভাগ এলাকা ও খাল বিল নিম্নœাঞ্চল হওয়ায় এখানকার কৃষকেরা বোর আবাদে বেশি আগ্রহী। উপজেলার ভালুকা, ভরাডোবা, মেদুয়ারী, উথুরা, ধীতপুর, বিরুনীয়া, মল্লিকবাড়ী, কাচিনা, হবিরবাড়ী ও রাজৈ ইউনিয়নের অধিকাংশ জমিতে বোরো আবাদ হয়। ভালুকার ওপর দিয়ে খীরু নদীসহ বেশ কয়েকটি ছোট নদী ও অসংখ্য খাল বিল থাকায় বোরো মৌসুমে পানি সেচের সুবিধা পেয়ে থাকেন। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৪০ হেক্টর জমি। উফসী ১৬ হাজার ৮৮০, হাইব্রিড ১২৫০ ও স্থানীয় জাত ১০। চলতি মৌসুমে ইউরয়া সার মজুদ রয়েছে ৩৯৭ মেট্রিক টন উত্তোলনের বাকি ৩৫৫ মেট্রিক টন। টিএসপি মজুদ ২৩০ মেট্রিক টন, ডিএপি ২৯০, এম ও পি ২৮০ মেট্রিক টনসহ বোর মৌসুমের জন্য পর্যাপ্ত সার মজুদ রয়েছে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ হতে বোর আবাদে চাষিদের মাঠ পর্যায়ে লগু পদ্ধতিতে চারা রোপণসহ প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে।