দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে অবস্থিত দেশটির সংসদ ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সংসদ ভবনের ছাদের আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কু-লি কয়েক মাইল দূরে থেকেও দেখা যায়। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।

দেশটির অগ্নিনির্বাপণকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। কেপটাউনে সংসদ কমপ্লেক্সের কয়েকটি ভবনের একটিতে ধোঁয়া উড়তে দেখা যায়। সংসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওল্ড উইংয়ের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলকর্মীরা বর্তমানে নিউ উইংয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনে জাতীয় সংসদ চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির গণপূর্ত ও অবকাঠামোমন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি সাংবাদিকদের বলেছেন, অগ্নিকা-ের এই ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া সংসদ ভবনে এই অগ্নিকা-ের কারণ এখনও জানা যায়নি। সংসদের সুরক্ষা এবং নিরাপত্তাবিষয়ক কেপ টাউনের মেয়র কমিটির সদস্য জিন-পিয়েরে স্মিথ বলেছেন, অগ্নিনির্বাপণকর্মীরা সংসদ ভবনের দেওয়ালে ফাটল চিহ্নিত করেছেন এবং একটি এলাকায় ছাদ ধসে পড়েছে।

তিনি বলেন, প্রায় ৬০ জন দমকলকর্মী ১২টি অগ্নিনির্বাপক যান এবং একটি স্কাই লিফ্ট হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সংসদ ভবনের ছাদ এবং প্রবেশদ্বার থেকে ঘন ধোঁয়ার কু-লী বেরিয়ে আসছে। জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংসদ ভবনের একটি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে একটি ব্যায়ামাগারে আগুন ছড়িয়ে পড়ে।

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২ , ১৯ পৌষ ১৪২৮ ২৯ জমাদিউল আউয়াল

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আগুন

image

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে অবস্থিত দেশটির সংসদ ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সংসদ ভবনের ছাদের আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কু-লি কয়েক মাইল দূরে থেকেও দেখা যায়। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি বলে জানিয়েছেন দেশটির একজন মন্ত্রী।

দেশটির অগ্নিনির্বাপণকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। কেপটাউনে সংসদ কমপ্লেক্সের কয়েকটি ভবনের একটিতে ধোঁয়া উড়তে দেখা যায়। সংসদের এক বিবৃতিতে বলা হয়েছে, ওল্ড উইংয়ের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলকর্মীরা বর্তমানে নিউ উইংয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনে জাতীয় সংসদ চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির গণপূর্ত ও অবকাঠামোমন্ত্রী প্যাট্রিসিয়া ডি লিলি সাংবাদিকদের বলেছেন, অগ্নিকা-ের এই ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া সংসদ ভবনে এই অগ্নিকা-ের কারণ এখনও জানা যায়নি। সংসদের সুরক্ষা এবং নিরাপত্তাবিষয়ক কেপ টাউনের মেয়র কমিটির সদস্য জিন-পিয়েরে স্মিথ বলেছেন, অগ্নিনির্বাপণকর্মীরা সংসদ ভবনের দেওয়ালে ফাটল চিহ্নিত করেছেন এবং একটি এলাকায় ছাদ ধসে পড়েছে।

তিনি বলেন, প্রায় ৬০ জন দমকলকর্মী ১২টি অগ্নিনির্বাপক যান এবং একটি স্কাই লিফ্ট হাইড্রোলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সংসদ ভবনের ছাদ এবং প্রবেশদ্বার থেকে ঘন ধোঁয়ার কু-লী বেরিয়ে আসছে। জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংসদ ভবনের একটি কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে একটি ব্যায়ামাগারে আগুন ছড়িয়ে পড়ে।