‘বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দুটি দিন গেল’

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের বিচারে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে পারফরমেন্স বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্টের প্রথম দু’দিনে বাংলাদেশের এমন পারফরমেন্সের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। টাইগারদের নৈপুন্যোর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে তিনি বলেছেন, ‘এ টেস্ট কোন ফলাফল আসবে কিনা তার নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দু’টি দিন গেলো। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিন আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’

এ স্টের প্রথম দিন এগিয়ে না থাকলেও, নিউজিল্যান্ডের সঙ্গে সমান-তালে লড়েছে বাংলাদেশ। প্রথম দিন নিউজিল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি টাইগার বোলাররা। ৫ উইকেটে ২৫৮ রান করেছিলো নিউজিল্যান্ড।

রোববার দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেটে মাত্র ৭০ রানের বিনিময়ে তুলে ফেলেন শরিফুল ইসলাম- মেহেদি হাসান মিরাজ ও মোমিনুল হক।

এরপর ব্যাট হাতে নেমে স্কোর বোর্ডকে মানানসই রেখেই দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান করেছে টাইগাররা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ। হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। শান্ত ৬৪ রানে থামলেও, ৭০ রানে অপরাজিত আছেন জয়।

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২ , ১৯ পৌষ ১৪২৮ ২৯ জমাদিউল আউয়াল

‘বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দুটি দিন গেল’

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে রানের বিচারে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে পারফরমেন্স বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে টেস্টের প্রথম দু’দিনে বাংলাদেশের এমন পারফরমেন্সের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। টাইগারদের নৈপুন্যোর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে তিনি বলেছেন, ‘এ টেস্ট কোন ফলাফল আসবে কিনা তার নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটে দারুণ লড়াকু দু’টি দিন গেলো। যদিও নিউজিল্যান্ড তৃতীয় দিন আরও শক্তভাবে ঘুরে দাঁড়াবে। দারুণ লড়াই।’

এ স্টের প্রথম দিন এগিয়ে না থাকলেও, নিউজিল্যান্ডের সঙ্গে সমান-তালে লড়েছে বাংলাদেশ। প্রথম দিন নিউজিল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি টাইগার বোলাররা। ৫ উইকেটে ২৫৮ রান করেছিলো নিউজিল্যান্ড।

রোববার দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের বাকি ৫ উইকেটে মাত্র ৭০ রানের বিনিময়ে তুলে ফেলেন শরিফুল ইসলাম- মেহেদি হাসান মিরাজ ও মোমিনুল হক।

এরপর ব্যাট হাতে নেমে স্কোর বোর্ডকে মানানসই রেখেই দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৫ রান করেছে টাইগাররা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৫৩ রানে পিছিয়ে বাংলাদেশ। হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। শান্ত ৬৪ রানে থামলেও, ৭০ রানে অপরাজিত আছেন জয়।