শেয়ারবাজারে উত্থান : সুচক ও লেনদেন দুটোই বেড়েছে

বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। সেই সঙ্গে ১২ কার্যদিবস পর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৮২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৯ পয়েন্ট এবং দুই হাজার ৫৭৬.১১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪১৯ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির বা ৫৭.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৩২টির বা ৩৫.০১ শতাংশের এবং ২৮টি বা ৭.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৩.৯৮ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৮.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। গতকাল সিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৯ লাখ ৩৮ হাজার ২৬১টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ৬৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩২টির বা ৩৫.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯৭.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩০.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬৭.৩০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

শেয়ারবাজারে উত্থান : সুচক ও লেনদেন দুটোই বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বছরের প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসেও গতকাল উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। সেই সঙ্গে ১২ কার্যদিবস পর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৮২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট বা ০.৪১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৯ পয়েন্ট এবং দুই হাজার ৫৭৬.১১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৪১৯ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১৭টির বা ৫৭.৫৬ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৩২টির বা ৩৫.০১ শতাংশের এবং ২৮টি বা ৭.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০৩.৯৮ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৮.৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। গতকাল সিএসইতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৯ লাখ ৩৮ হাজার ২৬১টি শেয়ার ১০৪ বার হাত বদলের মাধ্যমে ৬৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩২টির বা ৩৫.০১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯৭.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩০.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬৭.৩০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।