১৬ বছরে আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি : জাতিসংঘ

গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে, যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চসংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ। বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর।

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

১৬ বছরে আফগানিস্তানে সাড়ে ২৮ হাজার শিশুর প্রাণহানি : জাতিসংঘ

গত ১৬ বছরে সাড়ে ২৮ হাজার শিশু নিহত হয়েছে আফগানিস্তানে, যা পুরো বিশ্বের ২৭ শতাংশ। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত এত শিশু সংঘাতে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফের তথ্যমতে, গত ১৬ বছরে সর্বোচ্চসংখ্যক শিশু আফগানিস্তানে প্রাণ হারায়। শুধু আফগানিস্তান নয়, ইয়েমেন, সিরিয়া এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতে শিশুদের চরম মূল্য দিতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ইউনিসেফ। বছরের পর বছর ধরে বিভিন্ন পক্ষের অব্যাহত সংঘাতের কারণে শিশুরা অধিকার বঞ্চিতের পাশাপাশি অবহেলার কারণে মৃত্যুর মুখে। ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনেরিয়েটা ফোর।