ব্যাংক কর্মকর্তা ও ডাক্তারকে পুলিশে দিল হাইকোর্ট

চার বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন চাইতে আসা ওয়ান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে পুলিশে সোপর্দ করেছে হাইকোর্ট। পাশাপাশি চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ দিয়ে এমবিবিএস চিকিৎসক হিসেবে নিবন্ধন নেয়ার মামলায় ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসানকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছে হাইকোর্ট।

গতকাল পৃথক মামলায় শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাদের পুলিশের হাতে তুলে দেয়।

আদালত সূত্র জানায়, দুর্নীতি মামলায় ওয়ান ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠিয়েছে হাইকোর্ট। এ মামলায় এমরানের মা পেশোয়ারা বেগম ও ওয়ান ব্যাংকের গ্রাহক রাকিবা জাহানের আবেদন নিষ্পত্তি করে তাদের তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে এমরান ও পেশোয়ারা বেগমের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাকিবা জাহানের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চারটি বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১৫ ডিসেম্বর কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ করা মামলার বাদি দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

অপরদিকে, চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ দিয়ে চিকিৎসক হিসেবে নিবন্ধন নেয়ার অভিযোগ ওঠা ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে কারাগারে পাঠিয়েছে হাইকোর্ট। শাহবাগ থানার ওসি কাছে হস্তান্তর করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট অধস্তন আদালতে হাজির করাতে বলা হয়েছে।

আদালতে মো. মাহমুদুল হাসানের আগাম জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিনুর আলম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদে ১২ জনকে এমবিবিএস চিকিৎসকের রেজিস্ট্রেশন দেয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালের ২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক সেলিনা আখতার মনি বাদি হয়ে মামলাটি করেছিলেন।

আরও খবর
ব্যাংকের পরিচালন মুনাফা : অর্থনীতিবিদরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের উদারনীতির ফল
ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠনের প্রস্তাব গণতন্ত্রী পার্টির
লাকীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুর্নীতির ‘প্রমাণ’ পেয়েছে দুদক
অভ্যন্তরীণ অসন্তোষ আর অসঙ্গতিতে ৭৪ বছরে পদার্পণ ছাত্রলীগের
ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠনের প্রস্তাব গণতন্ত্রী পার্টির
মিথ্যা প্রতিশ্রুতি কখনও দেইনি আইভী
আমিই বিএনপি, আমিই নারায়ণগঞ্জ তৈমুর
ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
এবার বিএনপির উপদেষ্টার পদও হারালেন তৈমুর
প্রতিবেদন জমা, ইঞ্জিনে ত্রুটির কারণে লঞ্চে আগুনের সূত্রপাত

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

অর্থ আত্মসাৎ-পাচার

ব্যাংক কর্মকর্তা ও ডাক্তারকে পুলিশে দিল হাইকোর্ট

আদালত বার্তা পরিবেশক

চার বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জামিন চাইতে আসা ওয়ান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনকে পুলিশে সোপর্দ করেছে হাইকোর্ট। পাশাপাশি চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ দিয়ে এমবিবিএস চিকিৎসক হিসেবে নিবন্ধন নেয়ার মামলায় ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসানকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছে হাইকোর্ট।

গতকাল পৃথক মামলায় শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাদের পুলিশের হাতে তুলে দেয়।

আদালত সূত্র জানায়, দুর্নীতি মামলায় ওয়ান ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠিয়েছে হাইকোর্ট। এ মামলায় এমরানের মা পেশোয়ারা বেগম ও ওয়ান ব্যাংকের গ্রাহক রাকিবা জাহানের আবেদন নিষ্পত্তি করে তাদের তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।

আদালতে এমরান ও পেশোয়ারা বেগমের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাকিবা জাহানের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চারটি বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ১৫ ডিসেম্বর কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ করা মামলার বাদি দুদকের উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

অপরদিকে, চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ দিয়ে চিকিৎসক হিসেবে নিবন্ধন নেয়ার অভিযোগ ওঠা ভোলার দৌলতখানের মো. মাহমুদুল হাসানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে কারাগারে পাঠিয়েছে হাইকোর্ট। শাহবাগ থানার ওসি কাছে হস্তান্তর করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট অধস্তন আদালতে হাজির করাতে বলা হয়েছে।

আদালতে মো. মাহমুদুল হাসানের আগাম জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিনুর আলম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদে ১২ জনকে এমবিবিএস চিকিৎসকের রেজিস্ট্রেশন দেয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২০ সালের ২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক সেলিনা আখতার মনি বাদি হয়ে মামলাটি করেছিলেন।