প্রতিবেদন জমা, ইঞ্জিনে ত্রুটির কারণে লঞ্চে আগুনের সূত্রপাত

ইঞ্জিনের ত্রুটির কারণে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই মাস আগে লঞ্চটিতে ৭২০ হর্সপাওয়ার সম্পন্ন দু’টি পুরাতন (রিকন্ডিশন) ইঞ্জিন লাগানো হয়েছিলো। এই ইঞ্জিন রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরবর্তিতে লঞ্চের স্টাফদের গাফলতির কারণে তা পুরো লঞ্চে ছড়িয়ে পড়েছে বলে তদন্ত কমিটির সূত্র জানায়।

গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ-মন্ত্রণালয়। ছয় কার্যদিবস শেষে গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রতিবেদন তৈরি কাজ করে তদন্ত কমিটি। পরে রাতেই বৈঠক করে কমিটির আহবায়ক নৌ-সচিব দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে বলে নৌ-মন্ত্রণালয় সূত্র জানায়।

এ বিষয়ে নৌ-সচিব মো.মেজবাহ উদ্দীন সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটির নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। সে হিসেবে সোমবার প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। তবে আমি মন্ত্রণালয়ের বাইরে থাকার কারণে এখনও হাতে পাইনি।’ প্রতিবেদন দেখার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় গতকাল পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. রাসেল শেখ (৩৮)। রাসেল শেখ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তার শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক এস এম আইউব হোসেন।

হাসপাতাল সূত্র জানায়, রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার সদর শিববাড়ি এলাকায়। তার বাবার নাম গাফফার শেখ। ঢাকার সবুজবাগের মাদারটেকে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।

লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় সাত সদস্যের কমিটির আহবায়ক ছিলেন নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. তোফায়েল ইসলাম। তিনি সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটি প্রথমে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। পরবর্তিতে আরও তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়। অগ্নিকান্ডে ঘটনা তদন্তের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। আহতদের সাক্ষাত নেয়া হয়েছে। এছাড়া একাধিকবার পুড়ে যাওয়া লঞ্চটি সরেজমিনে পরিদর্শন করেছে তদন্ত কমিটি। মূলক ইঞ্জিন রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।’ এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

কমিটির অন্য সদস্যরা ছিলেন-বরিশাল অঞ্চলের নৌ-পুলিস সুপার মো. কফিল উদ্দিন আহমেদ, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম, নৌ-পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শীপ সার্ভেয়ার তাইফুর আহম্মেদ ভূইয়া, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. কামাল উদ্দীন ভূঁইয়া, অভ্যন্তরীন নৌ-চলাচল যাত্রী সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম।

আরও খবর
ব্যাংকের পরিচালন মুনাফা : অর্থনীতিবিদরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের উদারনীতির ফল
ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠনের প্রস্তাব গণতন্ত্রী পার্টির
লাকীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুর্নীতির ‘প্রমাণ’ পেয়েছে দুদক
ব্যাংক কর্মকর্তা ও ডাক্তারকে পুলিশে দিল হাইকোর্ট
অভ্যন্তরীণ অসন্তোষ আর অসঙ্গতিতে ৭৪ বছরে পদার্পণ ছাত্রলীগের
ইসি নিয়োগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠনের প্রস্তাব গণতন্ত্রী পার্টির
মিথ্যা প্রতিশ্রুতি কখনও দেইনি আইভী
আমিই বিএনপি, আমিই নারায়ণগঞ্জ তৈমুর
ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
এবার বিএনপির উপদেষ্টার পদও হারালেন তৈমুর

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২ , ২০ পৌষ ১৪২৮ ৩০ জমাদিউল আউয়াল

এমভি অভিযান-১০ আগুন

প্রতিবেদন জমা, ইঞ্জিনে ত্রুটির কারণে লঞ্চে আগুনের সূত্রপাত

ইবরাহীম মাহমুদ আকাশ

ইঞ্জিনের ত্রুটির কারণে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই মাস আগে লঞ্চটিতে ৭২০ হর্সপাওয়ার সম্পন্ন দু’টি পুরাতন (রিকন্ডিশন) ইঞ্জিন লাগানো হয়েছিলো। এই ইঞ্জিন রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরবর্তিতে লঞ্চের স্টাফদের গাফলতির কারণে তা পুরো লঞ্চে ছড়িয়ে পড়েছে বলে তদন্ত কমিটির সূত্র জানায়।

গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ-মন্ত্রণালয়। ছয় কার্যদিবস শেষে গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রতিবেদন তৈরি কাজ করে তদন্ত কমিটি। পরে রাতেই বৈঠক করে কমিটির আহবায়ক নৌ-সচিব দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে বলে নৌ-মন্ত্রণালয় সূত্র জানায়।

এ বিষয়ে নৌ-সচিব মো.মেজবাহ উদ্দীন সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটির নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। সে হিসেবে সোমবার প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। তবে আমি মন্ত্রণালয়ের বাইরে থাকার কারণে এখনও হাতে পাইনি।’ প্রতিবেদন দেখার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকা-ের ঘটনায় গতকাল পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মো. রাসেল শেখ (৩৮)। রাসেল শেখ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। তার শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক এস এম আইউব হোসেন।

হাসপাতাল সূত্র জানায়, রাসেলের গ্রামের বাড়ি খুলনা জেলার সদর শিববাড়ি এলাকায়। তার বাবার নাম গাফফার শেখ। ঢাকার সবুজবাগের মাদারটেকে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।

লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় সাত সদস্যের কমিটির আহবায়ক ছিলেন নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. তোফায়েল ইসলাম। তিনি সংবাদকে বলেন, ‘তদন্ত কমিটি প্রথমে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। পরবর্তিতে আরও তিন কার্যদিবস বৃদ্ধি করা হয়। অগ্নিকান্ডে ঘটনা তদন্তের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। আহতদের সাক্ষাত নেয়া হয়েছে। এছাড়া একাধিকবার পুড়ে যাওয়া লঞ্চটি সরেজমিনে পরিদর্শন করেছে তদন্ত কমিটি। মূলক ইঞ্জিন রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।’ এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

কমিটির অন্য সদস্যরা ছিলেন-বরিশাল অঞ্চলের নৌ-পুলিস সুপার মো. কফিল উদ্দিন আহমেদ, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম, নৌ-পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শীপ সার্ভেয়ার তাইফুর আহম্মেদ ভূইয়া, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. কামাল উদ্দীন ভূঁইয়া, অভ্যন্তরীন নৌ-চলাচল যাত্রী সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলাম।