সিরাজগঞ্জে ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ হুমকিতে

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছে অনেক ইটভাটা। ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ হুমকি মুখে পড়েছে। জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইট ভাটা। এই ভাটাগুলো আবার অনেকরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারি বিধি লঙ্ঘন করে একদিকে আবাদি জমি এবং অপরদিকে আবাসিক এলাকায় ইটভাটাগুলো গড়ে ওঠে। এদের অনেক ইটভাটারই পরিবেশ অদিপ্তরের ছাড়পত্র নেই বলে জানা গেছে। ইটভাটা মালিকরা নিজেদের প্রভাব খাটিয়ে এই অবৈধ ভাটাগুলো চালিয়ে যাচ্ছে।

ইট তৈরির মূল উপকরণ মাটি আর এই মাটি সংগ্রহে আবাদি জমির টপ সয়েল কাটার মহা উৎসব শুরু হয়েছে। ভাটার পাশ্বেই আবাদি জমির টপ সয়েল কেটে যেন পাহাড় গড়ে তুলেছে ভাটা মালিকগণ। তাছাড়াও ইটভাটায় মাটি বহনকারী নম্বর বিহীন ট্রাক ব্যবহার করায় গ্রামীণ রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ভাটা গড়ে ওঠায় পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যাপারে রায়গঞ্জ উপজেলাধীন নিমগাছী এলাকার আব্দুস সাত্তার ও জিল্লুর রহমান জানান, ট্রাকের উড়ন্ত ধুলায় পথচারীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন বয়সী মানুষ এই ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও কয়লার মূল্য বেশি হওয়ায় অনেক ভাটায় খড়ি পড়ানো হচ্ছে। এতে উজাড় হয়ে যাচ্ছে বৃক্ষ ও বনাঞ্চল। সেই সঙ্গে খড়ির মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গ্যাস বিহীন এই এলাকার মানুষের খড়ির মূল্য দিন দিন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। ছাড়পত্র বিহীন অর্ধশত ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দূষণের কারণে এই উপজেলার আকাশ বাতাশ যেন ভারি হয়ে উঠেছে। পরিবেশ দূষণের কারণে ফলন্ত গাছগুলো ক্রমেই ফলশূণ্য হয়ে পড়ছে।

ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার সম্পর্কে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির দপ্তর সম্পাদক ও হাসান ব্রিকসের মালিক হাজী ছানোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যবসা তো অবৈধ না। তবে অনেকেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাইনি ।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা ম-লের কাছে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই উপজেলায় প্রায় ৫৫টা ইটভাটা আছে। এদের মধ্যে কতটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র আছে তা আমার সঠিক জানা নেই।

অতিসত্ত্বর ছাড়পত্র বিহীন ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা জানান তিনি।

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ , ২১ পৌষ ১৪২৮ ১ জমাদিউস সানি ১৪৪৩

সিরাজগঞ্জে ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ হুমকিতে

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : রায়গঞ্জে পরিবেশ দূষণ করছে ইটভাটার কালো ধোঁয়া -সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাদি জমিতে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চলছে অনেক ইটভাটা। ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ হুমকি মুখে পড়েছে। জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নে গড়ে উঠেছে অর্ধশতাধিক ইট ভাটা। এই ভাটাগুলো আবার অনেকরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারি বিধি লঙ্ঘন করে একদিকে আবাদি জমি এবং অপরদিকে আবাসিক এলাকায় ইটভাটাগুলো গড়ে ওঠে। এদের অনেক ইটভাটারই পরিবেশ অদিপ্তরের ছাড়পত্র নেই বলে জানা গেছে। ইটভাটা মালিকরা নিজেদের প্রভাব খাটিয়ে এই অবৈধ ভাটাগুলো চালিয়ে যাচ্ছে।

ইট তৈরির মূল উপকরণ মাটি আর এই মাটি সংগ্রহে আবাদি জমির টপ সয়েল কাটার মহা উৎসব শুরু হয়েছে। ভাটার পাশ্বেই আবাদি জমির টপ সয়েল কেটে যেন পাহাড় গড়ে তুলেছে ভাটা মালিকগণ। তাছাড়াও ইটভাটায় মাটি বহনকারী নম্বর বিহীন ট্রাক ব্যবহার করায় গ্রামীণ রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

ভাটা গড়ে ওঠায় পরিবেশ দূষণ সংক্রান্ত ব্যাপারে রায়গঞ্জ উপজেলাধীন নিমগাছী এলাকার আব্দুস সাত্তার ও জিল্লুর রহমান জানান, ট্রাকের উড়ন্ত ধুলায় পথচারীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন বয়সী মানুষ এই ধুলার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও কয়লার মূল্য বেশি হওয়ায় অনেক ভাটায় খড়ি পড়ানো হচ্ছে। এতে উজাড় হয়ে যাচ্ছে বৃক্ষ ও বনাঞ্চল। সেই সঙ্গে খড়ির মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় গ্যাস বিহীন এই এলাকার মানুষের খড়ির মূল্য দিন দিন হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। ছাড়পত্র বিহীন অর্ধশত ইটভাটার কালো ধোয়ায় পরিবেশ দূষণের কারণে এই উপজেলার আকাশ বাতাশ যেন ভারি হয়ে উঠেছে। পরিবেশ দূষণের কারণে ফলন্ত গাছগুলো ক্রমেই ফলশূণ্য হয়ে পড়ছে।

ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটার সম্পর্কে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির দপ্তর সম্পাদক ও হাসান ব্রিকসের মালিক হাজী ছানোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যবসা তো অবৈধ না। তবে অনেকেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাইনি ।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা ম-লের কাছে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই উপজেলায় প্রায় ৫৫টা ইটভাটা আছে। এদের মধ্যে কতটি ইটভাটার পরিবেশ ছাড়পত্র আছে তা আমার সঠিক জানা নেই।

অতিসত্ত্বর ছাড়পত্র বিহীন ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা জানান তিনি।