করোনা, সংক্রমণ ঊর্ধ্বমুখী

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এর চেয়ে বেশি রোগী একদিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ৪ অক্টোবর, সেদিন ৭৯৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার পৌঁছে গেছে ৪ শতাংশের কাছাকাছি।

করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৬৫৫ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ২৫টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৬৭৪ জনের এবং মৃত্যু হয় চারজনের। গত সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ; গতকাল তা বেড়ে ৩ দশমিক ৯১ শতাংশ হয়েছে।

এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৯ সেপ্টেম্বর, সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ৪ দশমিক ১১ জনের কোভিড পজেটিভ এসেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের চারজন পুরুষ, দুইজন নারী। তাদের চারজনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি গত একদিনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ , ২১ পৌষ ১৪২৮ ১ জমাদিউস সানি ১৪৪৩

করোনা, সংক্রমণ ঊর্ধ্বমুখী

নিজস্ব বার্তা পরিবেশক

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির ধারা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এর চেয়ে বেশি রোগী একদিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ৪ অক্টোবর, সেদিন ৭৯৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার পৌঁছে গেছে ৪ শতাংশের কাছাকাছি।

করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৬৫৫ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের বেশি। দেশের ২৫টি জেলায় একদিনে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত সোমবার করোনা শনাক্ত হয়েছিল ৬৭৪ জনের এবং মৃত্যু হয় চারজনের। গত সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ; গতকাল তা বেড়ে ৩ দশমিক ৯১ শতাংশ হয়েছে।

এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৯ সেপ্টেম্বর, সেদিন প্রতি ১০০ পরীক্ষায় ৪ দশমিক ১১ জনের কোভিড পজেটিভ এসেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের চারজন পুরুষ, দুইজন নারী। তাদের চারজনের বয়স ছিল ৬০ বছরের বেশি। দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি গত একদিনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।