রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিএনপি

আজ প্রতিবাদী মানববন্ধন

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। গতকাল বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কমিটির সভায় আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠেয় বৈঠকগুলোতে আগামী দিনের রাজনৈতিক কৌশল, নির্বাচন কমিশন গঠনসহ প্রাথমিক পর্যায়ের আলোচনা করবে বিএনপি। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, কবে নাগাদ চিঠি দেয়া হবে, তিনি এখনও তা অবহিত হননি। সোমবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশগ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়া একই রাতের বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি থেকে জেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু করবে দলটি। গতকাল বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিস্তারিত কর্মসূচি ও শিডিউল তৈরি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিডিউল অনুমোদন করবেন।

সারা দেশে বিএনপির ‘প্রতিবাদী’ কর্মসূচি আজ

সারা দেশে আজ প্রতিবাদী মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। ২০১৪ সালের অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার শূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ঢাকায় এই কর্মসূচি বেলা সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করবে।

আরও খবর
যাত্রীবাহী লঞ্চে সিসি ক্যামেরা ও জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার সুপারিশ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য কর্মসূচি
প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচনের প্রস্তাব সাম্যবাদী দলের
ছাত্রলীগের দীর্ঘ র‌্যালি, যানজট দুর্ভোগ চরমে
শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে আজ
কোটি টাকারও বেশি জালনোট উদ্ধার, গ্রেপ্তার ৩
অবৈধ সম্পদ, পুলিশ কর্মকর্তা শাহজাহানের বিরুদ্ধে দুদকের মামলা
তিন মালিককে নৌ-আদালতে হাজিরের নির্দেশ
বস্তিঘরে আগুন, নিভে গেল তিন ভাইবোনের জীবন প্রদীপ
একটি ব্যতিক্রমী প্রতিবাদ
লামায় পাহাড়ি যুবককে গুলি করে হত্যা
তৈমুরকে নিয়ে বিএনপির ক্ষোভ নাকি কৌশল?

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২ , ২১ পৌষ ১৪২৮ ১ জমাদিউস সানি ১৪৪৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিএনপি

আজ প্রতিবাদী মানববন্ধন

নিজস্ব বার্তা পরিবেশক

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। গতকাল বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে কমিটির সভায় আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠেয় বৈঠকগুলোতে আগামী দিনের রাজনৈতিক কৌশল, নির্বাচন কমিশন গঠনসহ প্রাথমিক পর্যায়ের আলোচনা করবে বিএনপি। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, কবে নাগাদ চিঠি দেয়া হবে, তিনি এখনও তা অবহিত হননি। সোমবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশগ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়া একই রাতের বৈঠকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি থেকে জেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু করবে দলটি। গতকাল বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিস্তারিত কর্মসূচি ও শিডিউল তৈরি করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিডিউল অনুমোদন করবেন।

সারা দেশে বিএনপির ‘প্রতিবাদী’ কর্মসূচি আজ

সারা দেশে আজ প্রতিবাদী মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। ২০১৪ সালের অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটার শূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ঢাকায় এই কর্মসূচি বেলা সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করবে।