ফটোগ্রাফি সহজ করে দিয়েছে ভিভো এক্স৭০ প্রো (৫জি) স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র সর্বশেষ সংযোজন ভিভো এক্স৭০প্রো (৫জি)। এডভান্স লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্ষমতাসম্পন্ন ফোনটিতে রয়েছে ৫জি নেটওয়ার্কিং প্রযুক্তি। স্মার্টফোনটিতে রয়েছে গিম্বল স্ট্যাবিলাইজার ৩.০ প্রযুক্তি, যা চলমান অবস্থায় স্থির এবং স্পষ্ট ছবি ধারণে সহায়তা করবে। তাই, চলন্ত ট্রেন থেকে কিংবা সমুদ্রে স্পীডবোট থেকেও রোমাঞ্চকর ছবি তোলা এখন আরো সহজ হবে।

ভিভো এক্স৭০প্রো (৫জি)’র পেছনে চারটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে। ব্লু এবং ব্ল্যাক এই দুই রঙের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রিয়ার-কোয়াড অ্যারোতে রয়েছে ৫০ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। বায়োটার, ডিস্টাগন, প্ল্যানার ও সোনার নামের জেইসের চারটি পোর্ট্রেট লেন্স ফিল্টার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। এর ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে আরও রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ও ফানটাচ ওএস ১২। ২০২১ সালের ১০ অক্টোবর রিলিজ হওয়া ভিভো এক্স৭০প্রো ৫জি বাংলাদেশে এক্স সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন যার দাম ৭২,৯৯০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী ২০২২ , ২২ পৌষ ১৪২৮ ২ জমাদিউস সানি ১৪৪৩

ফটোগ্রাফি সহজ করে দিয়েছে ভিভো এক্স৭০ প্রো (৫জি) স্মার্টফোন

image

বাংলাদেশের স্মার্টফোন বাজারে ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র সর্বশেষ সংযোজন ভিভো এক্স৭০প্রো (৫জি)। এডভান্স লেভেলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্ষমতাসম্পন্ন ফোনটিতে রয়েছে ৫জি নেটওয়ার্কিং প্রযুক্তি। স্মার্টফোনটিতে রয়েছে গিম্বল স্ট্যাবিলাইজার ৩.০ প্রযুক্তি, যা চলমান অবস্থায় স্থির এবং স্পষ্ট ছবি ধারণে সহায়তা করবে। তাই, চলন্ত ট্রেন থেকে কিংবা সমুদ্রে স্পীডবোট থেকেও রোমাঞ্চকর ছবি তোলা এখন আরো সহজ হবে।

ভিভো এক্স৭০প্রো (৫জি)’র পেছনে চারটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে। ব্লু এবং ব্ল্যাক এই দুই রঙের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, রিয়ার-কোয়াড অ্যারোতে রয়েছে ৫০ মেগাপিক্সেল+১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। বায়োটার, ডিস্টাগন, প্ল্যানার ও সোনার নামের জেইসের চারটি পোর্ট্রেট লেন্স ফিল্টার ব্যবহার করা হয়েছে ফোনটিতে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। এর ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে আরও রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি ও ফানটাচ ওএস ১২। ২০২১ সালের ১০ অক্টোবর রিলিজ হওয়া ভিভো এক্স৭০প্রো ৫জি বাংলাদেশে এক্স সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন যার দাম ৭২,৯৯০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।