বিনা শুল্কে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানির সুবিধা সাংসদদের

সংসদ সদস্যরা এখন থেকে শুল্কমুক্ত সুবিধায় হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে। সাংসদরা বহু আগে থেকেই বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। সেই নিয়ম ও শর্ত বহাল রেখেই হাইব্রিড আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

এনবিআরের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, আগে সংসদ সদস্যদের জন্য গাড়ি আমদানির তালিকায় হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি ছিল না। অথচ বহির্বিশ্বে এখন এ দুই ধরনের গাড়ির চাহিদা ব্যাপক। তাই এ ধরনের গাড়ি আনার সুযোগ রেখে এসআরও জারি করা হয়েছে।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

বিনা শুল্কে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানির সুবিধা সাংসদদের

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সংসদ সদস্যরা এখন থেকে শুল্কমুক্ত সুবিধায় হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে। সাংসদরা বহু আগে থেকেই বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। সেই নিয়ম ও শর্ত বহাল রেখেই হাইব্রিড আর ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

এনবিআরের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, আগে সংসদ সদস্যদের জন্য গাড়ি আমদানির তালিকায় হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি ছিল না। অথচ বহির্বিশ্বে এখন এ দুই ধরনের গাড়ির চাহিদা ব্যাপক। তাই এ ধরনের গাড়ি আনার সুযোগ রেখে এসআরও জারি করা হয়েছে।