সূচক বেড়ে বড় উত্থানে শেয়ারবাজার

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাস পর লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে সূচক ও লেনদেন বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩.০৮ পয়েন্টে।

ডিএসইতে এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দেড় মাস বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর গতকালের চেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের এবং ৩৫টির বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৭.৩৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০৪.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। গতকাল সিএসইতে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ওয়েস্টার্ন মেরিনের প্রতি সর্বোচ্চ আগ্রহ বিনিয়োগকারীদের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৯৮ শতাংশ, ডেসকোর ৯.৯৭ শতাংশ, তিতাস গ্যাসের ৯.৯৪ শতাংশ, মীর আখতার হোসাইনের ৯.৯২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৭ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৮১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর ৭.৯০ শতাংশ বেড়েছে।

দর হারানোর শীর্ষে লাভেলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস লাভেলো আইসক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৩৪ শতাংশ, অলটেক্সের ৫.০২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৭৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৭৪ শতাংশ, সুহৃদের ৪.৫০ শতাংশ, সোনালী পেপারের ৪.৪২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.১৩ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.১০ শতাংশ কমেছে।

ব্লকে ইসলামী ব্যাংকের বড় লেনদেন : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বড় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির তিন কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ২০৬টি শেয়ার ৭৫ বার হাত বদলের মাধ্যমে ১৪১ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৬ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি দুই লাখ ২৭ হাজার টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ পাঁচ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

সূচক বেড়ে বড় উত্থানে শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাস পর লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে সূচক ও লেনদেন বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৭.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৭২.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬০৩.০৮ পয়েন্টে।

ডিএসইতে এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন দেড় মাস বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর গতকালের চেয়ে বেশি অর্থাৎ এক হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের এবং ৩৫টির বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৭.৩৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫০৪.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। গতকাল সিএসইতে ৪১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ওয়েস্টার্ন মেরিনের প্রতি সর্বোচ্চ আগ্রহ বিনিয়োগকারীদের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯.৯৮ শতাংশ, ডেসকোর ৯.৯৭ শতাংশ, তিতাস গ্যাসের ৯.৯৪ শতাংশ, মীর আখতার হোসাইনের ৯.৯২ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.৮৭ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৯.৮১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর ৭.৯০ শতাংশ বেড়েছে।

দর হারানোর শীর্ষে লাভেলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টির বা ৪৭.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিমের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস লাভেলো আইসক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রিম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৩৪ শতাংশ, অলটেক্সের ৫.০২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৭৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৭৪ শতাংশ, সুহৃদের ৪.৫০ শতাংশ, সোনালী পেপারের ৪.৪২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.১৩ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.১০ শতাংশ কমেছে।

ব্লকে ইসলামী ব্যাংকের বড় লেনদেন : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বড় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির তিন কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ২০৬টি শেয়ার ৭৫ বার হাত বদলের মাধ্যমে ১৪১ কোটি ৯৮ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯৬ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি দুই লাখ ২৭ হাজার টাকার হাইডেলবার্গ সিমেন্টের এবং তৃতীয় সর্বোচ্চ পাঁচ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের।