পুঁজিবাজার থেকে বেরিয়ে যাচ্ছে বেক্সিমকো সিনথেটিকস

প্রায় এক দশক ধরে মুনাফা করতে না পারায় স্বেছায় পুঁজিবাজার থেকে বেরিয়ে যাছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। ১৯৯৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটি সর্বশেষ ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর থেকে কঠিন সময় পার করে আসছিল। পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হতে ২০২০ সালে স্বেচ্ছায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। কমিশন চলতি সপ্তাহে আবেদনটি অনুমোদন করেছে।

তালিকাচ্যুতির স প্রক্রিয়া চূড়ান্ত করায় কমিশন প্রতিষ্ঠানটির তালিকাচ্যুতির আবেদন মঞ্জুর করেছে। নিয়ম অনুসারে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার নূন্যতম ফেস ভ্যালুতে কিনে নিয়ে বাজার থেকে বের হয়ে যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বর্তমানে বেক্সিমকো সিনথেটিকসের আট কোটি ৬৭ লাখ ১২ হাজার ৩৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৪ দশমিক ৩৩ শতাংশ শেয়ার; যা স্যংখ্যায় দাঁড়ায় পাঁচ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬২৩টি। এই শেয়ার ফেসভ্যালু (১০ টাকা) বা অভিহিত মূল্যে কিনে নেবে কোম্পানি কর্তৃপক্ষ।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

পুঁজিবাজার থেকে বেরিয়ে যাচ্ছে বেক্সিমকো সিনথেটিকস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

প্রায় এক দশক ধরে মুনাফা করতে না পারায় স্বেছায় পুঁজিবাজার থেকে বেরিয়ে যাছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড। ১৯৯৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটি সর্বশেষ ২০১২ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। এরপর থেকে কঠিন সময় পার করে আসছিল। পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হতে ২০২০ সালে স্বেচ্ছায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। কমিশন চলতি সপ্তাহে আবেদনটি অনুমোদন করেছে।

তালিকাচ্যুতির স প্রক্রিয়া চূড়ান্ত করায় কমিশন প্রতিষ্ঠানটির তালিকাচ্যুতির আবেদন মঞ্জুর করেছে। নিয়ম অনুসারে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার নূন্যতম ফেস ভ্যালুতে কিনে নিয়ে বাজার থেকে বের হয়ে যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বর্তমানে বেক্সিমকো সিনথেটিকসের আট কোটি ৬৭ লাখ ১২ হাজার ৩৫৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৪ দশমিক ৩৩ শতাংশ শেয়ার; যা স্যংখ্যায় দাঁড়ায় পাঁচ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬২৩টি। এই শেয়ার ফেসভ্যালু (১০ টাকা) বা অভিহিত মূল্যে কিনে নেবে কোম্পানি কর্তৃপক্ষ।