পনের বছরে স্বাস্থ্যখাতে অনেক পরিবর্তন এসেছে’

মহামারী কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথ (ACRH) এর উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির র‌্যাংগস কেবি স্কয়ারে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসাবিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শাহাদত হোসেন। এতে সভাপতিত্ব করেন উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(সিনিয়র) মো. মাহবুবুল হক। বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, বিগত ১৫ বছরে স্বাস্থ্যখাতে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স ও অন্যান্য সেবাকর্মী নিয়োগ করা হয়েছে। করোনাকে প্রতিরোধ করতে আমাদের প্রয়োজন সকলের স্বাস্থ্যসচেতনতা। তিনি কোভিড-১৯ মহামারী থেকে সুরক্ষায় এ সংক্রান্ত স্বাস্থ্য উপদেশ মেনে চলা এবং জীবনাচরণে ইতিবাচক অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড. এম মুজিবুল হক। মূল প্রবন্ধে অধ্যাপক ড. হক বলেন, সঠিক খাদ্য, স্বাস্থ্যসম্মত চর্বি এবং পরিমিত শর্করা গ্রহণ সুস্থ থাকার অন্যতম শর্ত। তিনি আরও বলেন, শারীরিকভাবে সক্রিয় থাকা, যথাযথ বিশ্রাম গ্রহণ এবং সুষম হরমোন সুষ্ঠু জীবন যাপনের জন্য অপরিহার্য। অধ্যাপক ড. এম মুজিবুল হক মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল গ্রহণ এবং রিজেনারেটিভ থেরাপি ব্যবহার করে জটিল শারীরিক অসুস্থতা থেকে মুক্ত থাকার বিজ্ঞানভিত্তিক আলোচনা তুলে ধরেন। সেমিনারে দেশের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

এসিআরএইচ’র সেমিনার

পনের বছরে স্বাস্থ্যখাতে অনেক পরিবর্তন এসেছে’

নিজস্ব বার্তা পরিবেশক

মহামারী কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথ (ACRH) এর উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির র‌্যাংগস কেবি স্কয়ারে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসাবিজ্ঞানী ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শাহাদত হোসেন। এতে সভাপতিত্ব করেন উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(সিনিয়র) মো. মাহবুবুল হক। বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, বিগত ১৫ বছরে স্বাস্থ্যখাতে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স ও অন্যান্য সেবাকর্মী নিয়োগ করা হয়েছে। করোনাকে প্রতিরোধ করতে আমাদের প্রয়োজন সকলের স্বাস্থ্যসচেতনতা। তিনি কোভিড-১৯ মহামারী থেকে সুরক্ষায় এ সংক্রান্ত স্বাস্থ্য উপদেশ মেনে চলা এবং জীবনাচরণে ইতিবাচক অনুশীলনের ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ড. এম মুজিবুল হক। মূল প্রবন্ধে অধ্যাপক ড. হক বলেন, সঠিক খাদ্য, স্বাস্থ্যসম্মত চর্বি এবং পরিমিত শর্করা গ্রহণ সুস্থ থাকার অন্যতম শর্ত। তিনি আরও বলেন, শারীরিকভাবে সক্রিয় থাকা, যথাযথ বিশ্রাম গ্রহণ এবং সুষম হরমোন সুষ্ঠু জীবন যাপনের জন্য অপরিহার্য। অধ্যাপক ড. এম মুজিবুল হক মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল গ্রহণ এবং রিজেনারেটিভ থেরাপি ব্যবহার করে জটিল শারীরিক অসুস্থতা থেকে মুক্ত থাকার বিজ্ঞানভিত্তিক আলোচনা তুলে ধরেন। সেমিনারে দেশের খ্যাতনামা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।