করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

তিনমাস পর এক হাজার ছাড়ালো দৈনিক করোনা শনাক্তের হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জনের দেহে। সংখ্যা বৃদ্ধির পাশাপাশি একদিনে নমুনা পরীক্ষা অনুপাতে সংক্রমণ হারও বেড়েছে। মৃত্যুও বাড়ছে। গত কয়েকদিন ধরেই দেশে সংক্রমণ বাড়ছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে দেশে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৪০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন ৮৯২ জনের দেহে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল অধিদপ্তর। এ হিসাবে ২৪ ঘণ্টায় এক লাফে ২৪৮ জন কোভিড-১৯ রোগী বেশি শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একদিনে এক হাজার ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছিল। এর পর একদিনে এত বেশি সংখ্যায় কোভিড রোগী শনাক্ত হয়নি।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন সাত জন। আগের দিন তিন জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। নমুনা পরীক্ষা অনুপাতে একদিনে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ, আগের দিন যা ছিল ৪ দশমিক ২০ শতাংশ। তবে একদিনে এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২০ সেপ্টেম্বর, ওইদিন তা ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

একদিনে শনাক্ত এক হাজার ১৪০ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হলো। আর একদিনে মারা যাওয়া সাত জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রোগী (অ্যাক্টিভ কেইস) আছেন ১১ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ রোগী আছেন এক হাজার ৩৪৯ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছেন।

একদিনে মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী ছিলেন তিনজন। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এর মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ দশ হাজার ৩৩৬টি।

দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত অনুপাতে মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

একদিনে শনাক্ত কোভিড রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। এদিন শনাক্ত মোট রোগীর ৯৭৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট শনাক্তের ৮৫ শতাংশের বেশি। এর মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮টি জেলায় কারও করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। আগের দিন ২৯টি জেলায় কোন রোগী শনাক্ত হয়নি।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা

নিজস্ব বার্তা পরিবেশক

তিনমাস পর এক হাজার ছাড়ালো দৈনিক করোনা শনাক্তের হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪০ জনের দেহে। সংখ্যা বৃদ্ধির পাশাপাশি একদিনে নমুনা পরীক্ষা অনুপাতে সংক্রমণ হারও বেড়েছে। মৃত্যুও বাড়ছে। গত কয়েকদিন ধরেই দেশে সংক্রমণ বাড়ছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে দেশে করোনার তৃতীয় ঢেউ আসছে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ১৪০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন ৮৯২ জনের দেহে সংক্রমণ শনাক্তের কথা জানিয়েছিল অধিদপ্তর। এ হিসাবে ২৪ ঘণ্টায় এক লাফে ২৪৮ জন কোভিড-১৯ রোগী বেশি শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একদিনে এক হাজার ১৭৮ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছিল। এর পর একদিনে এত বেশি সংখ্যায় কোভিড রোগী শনাক্ত হয়নি।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন সাত জন। আগের দিন তিন জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। নমুনা পরীক্ষা অনুপাতে একদিনে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ, আগের দিন যা ছিল ৪ দশমিক ২০ শতাংশ। তবে একদিনে এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২০ সেপ্টেম্বর, ওইদিন তা ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।

একদিনে শনাক্ত এক হাজার ১৪০ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হলো। আর একদিনে মারা যাওয়া সাত জনকে নিয়ে এ পর্যন্ত দেশে মোট ২৮ হাজার ৯৭ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রোগী (অ্যাক্টিভ কেইস) আছেন ১১ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ রোগী আছেন এক হাজার ৩৪৯ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন সুস্থ হয়েছেন।

একদিনে মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী ছিলেন তিনজন। তাদের মধ্যে একজন ঢাকা বিভাগের, চারজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এর মধ্যে ছয় জন সরকারি হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ দশ হাজার ৩৩৬টি।

দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত অনুপাতে মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

একদিনে শনাক্ত কোভিড রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায়। এদিন শনাক্ত মোট রোগীর ৯৭৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট শনাক্তের ৮৫ শতাংশের বেশি। এর মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮টি জেলায় কারও করোনা সংক্রমণ শনাক্ত হয়নি। আগের দিন ২৯টি জেলায় কোন রোগী শনাক্ত হয়নি।