রংপুরে শৈত্যপ্রবাহ

আগুন পোহাতে গিয়ে তিন নারীর মৃত্যু

রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ করে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এমএ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ির তারা মনি (৮৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানী (৪৫) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের শামসুন্নাহার বেগম। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ডা. এমএ হামিদ পলাশ জানান, গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে। সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলোর প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে আসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, যে তিনজন মারা গেছেন তারা দুজনের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি আগুন পোহানোর সময় পরনের কাপড় সাবধানের সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেন।

image

রংপুর : উত্তরাঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। সহায়-সম্বলহীন মানুষ শীতবস্ত্রের অভাবে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হচ্ছে। গত তিন দিনে ২৩ জন দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন -সংবাদ

আরও খবর
এবার স্বতন্ত্র ছাড়িয়ে গেল নৌকাকে
গুলিতে নিহত ৪, ক্ষুব্ধ কালাইহাটাবাসী
১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের অবশ্যই টিকার প্রথম ডোজ নিতে হবে
মুরাদের বিরুদ্ধে থানায় জিডি করলেন স্ত্রী
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা
নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত
মাউশি মহাপরিচালকের পদ পেতে প্রভাবশালী অধ্যাপকদের নানা চেষ্টা
আ’লীগে কোন দ্বন্দ্ব নেই : আইভী নিজেকে জনগণের প্রার্থী দাবি তৈমুরের

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

রংপুরে শৈত্যপ্রবাহ

আগুন পোহাতে গিয়ে তিন নারীর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

image

রংপুর : উত্তরাঞ্চলে প্রচন্ড শীত পড়েছে। সহায়-সম্বলহীন মানুষ শীতবস্ত্রের অভাবে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হচ্ছে। গত তিন দিনে ২৩ জন দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন -সংবাদ

রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। বিশেষ করে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এমএ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ির তারা মনি (৮৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানী (৪৫) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের শামসুন্নাহার বেগম। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ ডা. এমএ হামিদ পলাশ জানান, গ্রামাঞ্চলে সবচেয়ে বেশি দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে। সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলোর প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে আসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন ধরে যায়, মুহূর্তের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, যে তিনজন মারা গেছেন তারা দুজনের শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি আগুন পোহানোর সময় পরনের কাপড় সাবধানের সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেন।