অনলাইন শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ হুয়াওয়ের বাংলাদেশ সিইও’র

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষাখাতের ক্ষতি পুষিয়ে নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা, অনলাইন লার্নিং, পাঠদান পদ্ধতির প্রসারে সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং ঝেংজুন। ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২১’ উপলক্ষে ইউনেস্কো বাংলাদেশ, এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত ‘কল ফর ভিডিও ক্লিপস’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করে। সম্প্রতি রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক; জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. নিজামুল করিম; দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এটুআই, আইসিটি বিভাগ, বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি বিয়াট্রিস কালদুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. একিউএম শফিউল আজম উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জমা পড়া অসংখ্য ভিডিও থেকে ২০ জন শিক্ষককে চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের সবাইকে হুয়াওয়ের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ট্যাবলেট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, ‘বৈশ্বিক মহামারি চলাকালীন সময়ে আমাদের শিক্ষা খাত অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। ২০২০ সালের মার্চ মাসের শুরু থেকে কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়, এর ফলে বাংলাদেশের ১.৪৩ মিলিয়ন শিশুরা দূরশিক্ষণ কার্যক্রমের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।’

উল্লেখ্য, হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি সেক্টরে প্রযুক্তি সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সিডস ফর দ্য ফিউচার, আইসিটি স্কিলস কম্পিটিশন এর মত প্রতিযোগিতা আয়োজন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

অনলাইন শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ হুয়াওয়ের বাংলাদেশ সিইও’র

image

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষাখাতের ক্ষতি পুষিয়ে নিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা, অনলাইন লার্নিং, পাঠদান পদ্ধতির প্রসারে সবার সম্মিলিত চেষ্টায় এগিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করেন হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং ঝেংজুন। ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২১’ উপলক্ষে ইউনেস্কো বাংলাদেশ, এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত ‘কল ফর ভিডিও ক্লিপস’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করে। সম্প্রতি রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি) এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক; জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. নিজামুল করিম; দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এটুআই, আইসিটি বিভাগ, বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও প্রতিনিধি বিয়াট্রিস কালদুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. একিউএম শফিউল আজম উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জমা পড়া অসংখ্য ভিডিও থেকে ২০ জন শিক্ষককে চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের সবাইকে হুয়াওয়ের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ট্যাবলেট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন বলেন, ‘বৈশ্বিক মহামারি চলাকালীন সময়ে আমাদের শিক্ষা খাত অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। ২০২০ সালের মার্চ মাসের শুরু থেকে কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়, এর ফলে বাংলাদেশের ১.৪৩ মিলিয়ন শিশুরা দূরশিক্ষণ কার্যক্রমের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।’

উল্লেখ্য, হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি সেক্টরে প্রযুক্তি সেবা প্রদানের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সিডস ফর দ্য ফিউচার, আইসিটি স্কিলস কম্পিটিশন এর মত প্রতিযোগিতা আয়োজন করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।