আইএ পাস অথচ বিশেষজ্ঞ ডাক্তার!

বরিশাল মূলাদি এলাকার বাসিন্দা মহিউদ্দিন মাসুদ এইচএসসি পাস করছেন। এরপর পরিচয় গোপন করে রাজধানীর বাসাবো এলাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি চাকরি নিয়েছেন। অন্যদিকে তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখতেন। আবার মেডিসিন, শিশু, চর্ম, নাক-কান গলা রোগ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে তিনি চেম্বারও খুলে বসেন।

প্রতিদিন রোগীরা তার চেম্বারে ভিড় করত। বিভিন্ন ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করে কোম্পানির ওষুধ লিখার জন্য নানাভাবে তদবির করতেন। তার কলমে থাকা গোপন ক্যামেরায় ছবি মেইলের মাধ্যমে কোম্পানির কাছে পাঠিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিতেন। তার ঠিকানা এ/৮ ছায়াবিথী সবুজবাগের এ ব্লক।

র‌্যাব-৩ গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে তার সম্পর্কে নানা অভিযোগ পেয়েছে। এরই ভিত্তিতে বিভিন্ন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে র‌্যাবের টিম সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ডাক্তার পরিচয়দানকারী মহিউদ্দিন আহমেদ মাসুদকে গ্রেপ্তার করে।

তার চেম্বার থেকে একটি নেমপ্লেট, ৫০০ ভিজিটিং কার্ড, ২৫টি বিভিন্ন ধরনের সিল, ২০০ প্রেসক্রিপশন, দুটি মোবাইল ফোন, একটি গোপন ক্যামরাযুক্ত কলম ও নগদ চার হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ক্যামরাযুক্ত কলমটির মূল্য ৪৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ভুয়া এমবিবিএস ডাক্তার মহিউদ্দিন আহমেদ মাসুদ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, সে বরিশালের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আর দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। তার কোন বৈধ ডাক্তারি সনদ নেই। সে মূলত প্রতারণার মাধ্যমে জনসাধরণের মাঝে ভুয়া চিকিৎসা দিয়ে আসছে। গ্রেপ্তারকৃত এ প্রতারকের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

শুক্রবার, ০৭ জানুয়ারী ২০২২ , ২৩ পৌষ ১৪২৮ ৩ জমাদিউস সানি ১৪৪৩

আইএ পাস অথচ বিশেষজ্ঞ ডাক্তার!

নিজস্ব বার্তা পরিবেশক

বরিশাল মূলাদি এলাকার বাসিন্দা মহিউদ্দিন মাসুদ এইচএসসি পাস করছেন। এরপর পরিচয় গোপন করে রাজধানীর বাসাবো এলাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি চাকরি নিয়েছেন। অন্যদিকে তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখতেন। আবার মেডিসিন, শিশু, চর্ম, নাক-কান গলা রোগ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে তিনি চেম্বারও খুলে বসেন।

প্রতিদিন রোগীরা তার চেম্বারে ভিড় করত। বিভিন্ন ওষুধ কোম্পানি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা তার সঙ্গে দেখা করে কোম্পানির ওষুধ লিখার জন্য নানাভাবে তদবির করতেন। তার কলমে থাকা গোপন ক্যামেরায় ছবি মেইলের মাধ্যমে কোম্পানির কাছে পাঠিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিতেন। তার ঠিকানা এ/৮ ছায়াবিথী সবুজবাগের এ ব্লক।

র‌্যাব-৩ গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে তার সম্পর্কে নানা অভিযোগ পেয়েছে। এরই ভিত্তিতে বিভিন্ন সূত্রে খবর পেয়ে গত বুধবার রাতে র‌্যাবের টিম সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ডাক্তার পরিচয়দানকারী মহিউদ্দিন আহমেদ মাসুদকে গ্রেপ্তার করে।

তার চেম্বার থেকে একটি নেমপ্লেট, ৫০০ ভিজিটিং কার্ড, ২৫টি বিভিন্ন ধরনের সিল, ২০০ প্রেসক্রিপশন, দুটি মোবাইল ফোন, একটি গোপন ক্যামরাযুক্ত কলম ও নগদ চার হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ক্যামরাযুক্ত কলমটির মূল্য ৪৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত ভুয়া এমবিবিএস ডাক্তার মহিউদ্দিন আহমেদ মাসুদ র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, সে বরিশালের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আর দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। তার কোন বৈধ ডাক্তারি সনদ নেই। সে মূলত প্রতারণার মাধ্যমে জনসাধরণের মাঝে ভুয়া চিকিৎসা দিয়ে আসছে। গ্রেপ্তারকৃত এ প্রতারকের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।