গজারিয়ায় ১০ পিস্তল উদ্ধার : মামলা গ্রেফতার ৭

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজের কাছ থেকে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় গজারিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার দেখিয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

গত বুধবার সকাল ৯টার দিকে একটি নোহা মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে পুলিশ আটক করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৬টি শর্টগান, ১০ টি পিস্তল, ৫৬ টি তাজা শর্টগানের কার্তুজ, ২৪ টি খালি কার্তুজ, একটি চাকু, দুইটি লাঠি ও ৬ টি ব্যাগ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নৌকার প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর বড় ভাই স্বপন বহিরাগত লোক অস্ত্রসহ এনে ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টির চেষ্টা করছিল। হোসেন্দী ব্রিজ এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে গজারিয়া থানার তদন্ত কেন্দ্র পুলিশ ও বিজিবি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে আটককৃত ওই ৫ ব্যক্তিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোসলেম উদ্দিনের ছেলে রেজাউল, গাজীপুর জেলার আব্দুল মালেক এর ছেলে শামসুল ইসলাম, বগুড়া জেলার জসিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম, বাগেরহাট জেলার গোলাম আলীর ছেলে আমির হোসেন এবং বগুড়া জেলার আব্দুল হালিম এর ছেলে জাহাঙ্গীর।

এ ব্যাপারে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. শামসুল আলম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সকালে এই সমস্ত লোকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে নিয়ে আসে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে এদের অস্ত্রসহ এলাকাবাসী ধরে মারধোর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন ওই ঘটনায় ৮জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। সাতজনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে ও একজন পলাতক রয়েছে।

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২ , ২৪ পৌষ ১৪২৮ ৪ জমাদিউস সানি ১৪৪৩

গজারিয়ায় ১০ পিস্তল উদ্ধার : মামলা গ্রেফতার ৭

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ব্রিজের কাছ থেকে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় গজারিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার দেখিয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

গত বুধবার সকাল ৯টার দিকে একটি নোহা মাইক্রোবাস থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে পুলিশ আটক করে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৬টি শর্টগান, ১০ টি পিস্তল, ৫৬ টি তাজা শর্টগানের কার্তুজ, ২৪ টি খালি কার্তুজ, একটি চাকু, দুইটি লাঠি ও ৬ টি ব্যাগ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নৌকার প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর বড় ভাই স্বপন বহিরাগত লোক অস্ত্রসহ এনে ভোট কেন্দ্রে ত্রাস সৃষ্টির চেষ্টা করছিল। হোসেন্দী ব্রিজ এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে গজারিয়া থানার তদন্ত কেন্দ্র পুলিশ ও বিজিবি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে আটককৃত ওই ৫ ব্যক্তিকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোসলেম উদ্দিনের ছেলে রেজাউল, গাজীপুর জেলার আব্দুল মালেক এর ছেলে শামসুল ইসলাম, বগুড়া জেলার জসিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম, বাগেরহাট জেলার গোলাম আলীর ছেলে আমির হোসেন এবং বগুড়া জেলার আব্দুল হালিম এর ছেলে জাহাঙ্গীর।

এ ব্যাপারে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. শামসুল আলম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সকালে এই সমস্ত লোকজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে নিয়ে আসে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে এদের অস্ত্রসহ এলাকাবাসী ধরে মারধোর দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে।

এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইচ উদ্দিন বলেন ওই ঘটনায় ৮জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। সাতজনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে ও একজন পলাতক রয়েছে।