কোচ পছন্দ না হলে ম্যানইউ ছাড়বেন রোনালদো

ক্লাবের পরবর্তী কোচ নিজের পছন্দ অনুযায়ী না হলে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য প্রস্তুত বলে জানা গেছে। ৩৬ বছর বয়সী রোনালদো ৫ মাস আগে নাটকীয়ভাবে তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যক্তিগতভাবে ভালো খেললেও দল কাক্সিক্ষত ফল লাভ করছে না। রোনালদো এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। দলের পরবর্তী কোচ যদি তার পছন্দের না হয় তাহলে তিনি আবারও ম্যানইউ ছাড়তে পারেন বলে জানা গেছে। ম্যানইউর বর্তমান কোচ রালফ র‌্যাংনিক অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োজিত আছেন। কিন্তু তার খেলার কৌশল রোনালদোর পছন্দ নয়। তাছাড়া র‌্যাংনিকের অধীনেন ম্যানইউ ভালো করতে পারছে না। ব্রিটিশ পত্রিকা মিরর জানিয়েছে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই র‌্যাংনিকের কৌশল পছন্দ করছেন না। চলতি মৌসুম শেষেও যদি র‌্যাংনিককে কোচ হিসেবে বহাল রাখা হয় তাহলে দলের অন্তত ১১জন খেলোয়াড় অন্যত্র চলে যেতে পারেন। প্রধান নির্বাহীর পদ থেকে এড উডওয়ার্ডের সরে দাঁড়ানোর ঘোষণার পরই অস্থিতিশীল হয়ে উঠেছে ম্যানইউ।  রিচার্ড আর্নল্ড আগামী মাসে প্রথম দিন থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করবেন। জানা গেছে ক্লাবের বর্তমান পরিকল্পনা হলো মৌসুম শেষে র‌্যাংনিককে দুই বছরের জন্য সিনিয়র ফুটবল উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হবে। কিন্তু র‌্যাংনিক এ প্রস্তাবে রাজী হননি। তিনি দলের প্রধান কোচ হিসেবেই থাকতে চান। নভেম্বর মাসে ওলে গানার সোলসারকে বরখাস্ত করার পর মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে র‌্যাংনিককে দায়িত্ব দেয়া হয়।

ম্যানইউর পরবর্তী কোচ হিসেবে আলোচনায় আছে মরিসিও পচেত্তিনো, এরিক টেন হ্যাগ এবং ব্রেন্ডান রজার্সের নাম। তবে রোনালদোসহ সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের অবস্থানের কারণে কর্তৃপক্ষ কোচ নিয়োগের আগে আরও বেশি চিন্তাভাবনা করবেন। মনে করা হচ্ছে রোনালদোর চিন্তাভাবনা অনুযায়ী কোচ নিয়োগ করা হলে ক্লাবই লাভবান হবে। কারণ রোনালদো জন্মগতভাবেই একজন বিজয়ী খেলোয়াড়। তিনি ট্রফি জয়ের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত সব সময়। কাজেই পরবর্র্তী ম্যানেজারের সঙ্গে যদি তাদের ভালো বোঝাপড়া থাকে তাহলে দলই লাভবান হবে। মালিক জোয়েল গ্ল্যাজারের সমর্থণ থাকলেও আর্নল্ডের কাজটি যে বেশ কঠিন হবে তা নিশ্চিত করেই বলা যায়।

শনিবার, ০৮ জানুয়ারী ২০২২ , ২৪ পৌষ ১৪২৮ ৪ জমাদিউস সানি ১৪৪৩

কোচ পছন্দ না হলে ম্যানইউ ছাড়বেন রোনালদো

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ক্লাবের পরবর্তী কোচ নিজের পছন্দ অনুযায়ী না হলে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার জন্য প্রস্তুত বলে জানা গেছে। ৩৬ বছর বয়সী রোনালদো ৫ মাস আগে নাটকীয়ভাবে তার সাবেক দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যক্তিগতভাবে ভালো খেললেও দল কাক্সিক্ষত ফল লাভ করছে না। রোনালদো এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। দলের পরবর্তী কোচ যদি তার পছন্দের না হয় তাহলে তিনি আবারও ম্যানইউ ছাড়তে পারেন বলে জানা গেছে। ম্যানইউর বর্তমান কোচ রালফ র‌্যাংনিক অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োজিত আছেন। কিন্তু তার খেলার কৌশল রোনালদোর পছন্দ নয়। তাছাড়া র‌্যাংনিকের অধীনেন ম্যানইউ ভালো করতে পারছে না। ব্রিটিশ পত্রিকা মিরর জানিয়েছে দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই র‌্যাংনিকের কৌশল পছন্দ করছেন না। চলতি মৌসুম শেষেও যদি র‌্যাংনিককে কোচ হিসেবে বহাল রাখা হয় তাহলে দলের অন্তত ১১জন খেলোয়াড় অন্যত্র চলে যেতে পারেন। প্রধান নির্বাহীর পদ থেকে এড উডওয়ার্ডের সরে দাঁড়ানোর ঘোষণার পরই অস্থিতিশীল হয়ে উঠেছে ম্যানইউ।  রিচার্ড আর্নল্ড আগামী মাসে প্রথম দিন থেকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করবেন। জানা গেছে ক্লাবের বর্তমান পরিকল্পনা হলো মৌসুম শেষে র‌্যাংনিককে দুই বছরের জন্য সিনিয়র ফুটবল উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হবে। কিন্তু র‌্যাংনিক এ প্রস্তাবে রাজী হননি। তিনি দলের প্রধান কোচ হিসেবেই থাকতে চান। নভেম্বর মাসে ওলে গানার সোলসারকে বরখাস্ত করার পর মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে র‌্যাংনিককে দায়িত্ব দেয়া হয়।

ম্যানইউর পরবর্তী কোচ হিসেবে আলোচনায় আছে মরিসিও পচেত্তিনো, এরিক টেন হ্যাগ এবং ব্রেন্ডান রজার্সের নাম। তবে রোনালদোসহ সিনিয়র কয়েকজন খেলোয়াড়ের অবস্থানের কারণে কর্তৃপক্ষ কোচ নিয়োগের আগে আরও বেশি চিন্তাভাবনা করবেন। মনে করা হচ্ছে রোনালদোর চিন্তাভাবনা অনুযায়ী কোচ নিয়োগ করা হলে ক্লাবই লাভবান হবে। কারণ রোনালদো জন্মগতভাবেই একজন বিজয়ী খেলোয়াড়। তিনি ট্রফি জয়ের জন্য নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত সব সময়। কাজেই পরবর্র্তী ম্যানেজারের সঙ্গে যদি তাদের ভালো বোঝাপড়া থাকে তাহলে দলই লাভবান হবে। মালিক জোয়েল গ্ল্যাজারের সমর্থণ থাকলেও আর্নল্ডের কাজটি যে বেশ কঠিন হবে তা নিশ্চিত করেই বলা যায়।