টঙ্গীতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২)ও শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, মামলার পর গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

টঙ্গীতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোরে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২)ও শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রলপাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, মামলার পর গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।