স্কয়ারের কর্মীদের নিয়ে রিয়েলিটি শো ‘সুরের সেরা’

‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে শুক্রবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। শোটি প্রতি শুক্র ও শনিবার, রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কয়ার গ্রুপের কর্মীরা অংশগ্রহণ করছে। একটি গ্রুপ অফ কোম্পানিজের কর্মীদের নিয়ে এত বড় আকারে রিয়েলিটি শো আয়োজনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম।

অডিশন রাউন্ডের বিচারকেরা সারা বাংলাদেশের স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ৩০ জন’কে ঢাকায় ‘স্টুডিও রাউন্ড’-এ গান করার সুযোগ দেন। সেখানে মূল প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন রুমানা ইসলাম, এস আই টুটুল এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষ। পুরো আয়োজনটি সঞ্চালনা করছেন এ প্রজন্মের উপস্থাপিকা মৌসুমী মৌ। ‘স্কয়ার সুরের সেরা’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

স্কয়ারের কর্মীদের নিয়ে রিয়েলিটি শো ‘সুরের সেরা’

বিনোদন প্রতিবেদক

image

‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে শুক্রবার থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। শোটি প্রতি শুক্র ও শনিবার, রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।

স্কয়ার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় স্কয়ার গ্রুপের কর্মীরা অংশগ্রহণ করছে। একটি গ্রুপ অফ কোম্পানিজের কর্মীদের নিয়ে এত বড় আকারে রিয়েলিটি শো আয়োজনের উদ্যোগ বাংলাদেশে এটিই প্রথম।

অডিশন রাউন্ডের বিচারকেরা সারা বাংলাদেশের স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ৩০ জন’কে ঢাকায় ‘স্টুডিও রাউন্ড’-এ গান করার সুযোগ দেন। সেখানে মূল প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন রুমানা ইসলাম, এস আই টুটুল এবং সংগীতশিল্পী পিন্টু ঘোষ। পুরো আয়োজনটি সঞ্চালনা করছেন এ প্রজন্মের উপস্থাপিকা মৌসুমী মৌ। ‘স্কয়ার সুরের সেরা’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার।