চট্টগ্রামে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ জজ কোর্টের অতিরিক্ত পিপির

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের নাম করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আইনবিষয়ক সহ-সম্পাদকও। আসন্ন নির্বাচনে সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে দিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির মোছলেম উদ্দিনের নামে ১৫ লাখ টাকার এই চেক গ্রহণ করেন বলে দাবি কামাল উদ্দিনের।

নিজের ফেইসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন অভিযোগ তুলে লিখেছেন ‘আসন্ন ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিবে বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোসলেম উদ্দিন আহমেদ এমপির নাম দিয়ে আমার কাছ থেকে ১৫ লাখ টাকার চেক নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে মনোনয়ন দেয়াতো দূরে থাক, কেন্দ্রে আমার নামটি পর্যন্ত পাঠায়নি। সেই চেক ও টাকা ফেরত চেয়ে আইনজীবী কামাল উদ্দিন লিখেছেন, এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

সাংসদের নামে ১৫ লাখ টাকার চেক

চট্টগ্রামে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ জজ কোর্টের অতিরিক্ত পিপির

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদের নাম করে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন। তিনি দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আইনবিষয়ক সহ-সম্পাদকও। আসন্ন নির্বাচনে সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে দিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির মোছলেম উদ্দিনের নামে ১৫ লাখ টাকার এই চেক গ্রহণ করেন বলে দাবি কামাল উদ্দিনের।

নিজের ফেইসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন অভিযোগ তুলে লিখেছেন ‘আসন্ন ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিবে বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা মোসলেম উদ্দিন আহমেদ এমপির নাম দিয়ে আমার কাছ থেকে ১৫ লাখ টাকার চেক নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে মনোনয়ন দেয়াতো দূরে থাক, কেন্দ্রে আমার নামটি পর্যন্ত পাঠায়নি। সেই চেক ও টাকা ফেরত চেয়ে আইনজীবী কামাল উদ্দিন লিখেছেন, এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই।