করোনা সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্যবিধি উপেক্ষিত

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলেও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। জেলার হাট বাজার গুলিতে অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও কোচিং সেন্টারে গাদাগাদি করে প্রইভেট পড়ানো হচ্ছে। এতে করে সচেতনমহল করোনা সংক্রমণ ছড়ানোর ব্যাপারে সঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের অভিবাবকগণ বলেন গত কয়েকদিনে দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে আমরাও দুশ্চিন্তায় আছি। বিভিন্ন সামজিক অনুষ্ঠানেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা করা যায়।

এ ব্যাপারে অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস বলেন, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজার, দোকানের ক্রেতা-বিক্রেতা ও অনেক অফিসের কর্মচারী কর্মকর্তাগণ যাতায়কারীদের মাস্ক ব্যাবহারে অনিহা দেখা যায় । ফলে করোনার বৃদ্ধির আশংকা রয়েছে । এবিষয়ে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন ইতিমধ্যেই সরকার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দেয়া শুরু করেছে। তিনি আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোন সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এব্যপারে জানান জেলা বাসীর মধ্যে স্বাস্থ্য বিধি না মানার প্রবনতা লক্ষ্য করা যায়। মানুষ জাতে স্বাস্থ্য বিধি মানে তার জন্য প্রচার অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসকের সাথে কথা বলে স্বাস্থ্যবিধি মানার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

করোনা সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্যবিধি উপেক্ষিত

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলেও সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। জেলার হাট বাজার গুলিতে অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও কোচিং সেন্টারে গাদাগাদি করে প্রইভেট পড়ানো হচ্ছে। এতে করে সচেতনমহল করোনা সংক্রমণ ছড়ানোর ব্যাপারে সঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের অভিবাবকগণ বলেন গত কয়েকদিনে দেশে যেভাবে করোনা বাড়ছে তাতে আমরাও দুশ্চিন্তায় আছি। বিভিন্ন সামজিক অনুষ্ঠানেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা করা যায়।

এ ব্যাপারে অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস বলেন, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন বাজার, দোকানের ক্রেতা-বিক্রেতা ও অনেক অফিসের কর্মচারী কর্মকর্তাগণ যাতায়কারীদের মাস্ক ব্যাবহারে অনিহা দেখা যায় । ফলে করোনার বৃদ্ধির আশংকা রয়েছে । এবিষয়ে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন ইতিমধ্যেই সরকার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দেয়া শুরু করেছে। তিনি আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোন সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এব্যপারে জানান জেলা বাসীর মধ্যে স্বাস্থ্য বিধি না মানার প্রবনতা লক্ষ্য করা যায়। মানুষ জাতে স্বাস্থ্য বিধি মানে তার জন্য প্রচার অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে জেলা প্রশাসকের সাথে কথা বলে স্বাস্থ্যবিধি মানার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।