নূর হোসেনের কাছে মোবাইল ফোন এলো কীভাবে, তদন্তে কমিটি

আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কনডেম সেলে বসে মোবাইল ফোন চালাতেন। গত বুধবার ফোনটি উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। নূর হোসেনের কাছে মোবাইল ফোন কীভাবে এলো এই ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আবদুল জলিল জানান, গোপন সংবাদে জানা যায়, নূর হোসেন কনডেম সেলে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। পরে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গত বুধবার কনডেম সেলে অভিযান চালায় কারা কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কারাগার পার্ট-২-এর কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। কারাগারের ভেতর কীভাবে মোবাইল ফোন আনা হয়েছে, সে বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান আবদুল জলিল।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। ওই নির্বাচনে কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে লড়ছেন নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাতিজা শাহ জালাল বাদল।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

নূর হোসেনের কাছে মোবাইল ফোন এলো কীভাবে, তদন্তে কমিটি

নিজস্ব বার্তা পরিবেশক

আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কনডেম সেলে বসে মোবাইল ফোন চালাতেন। গত বুধবার ফোনটি উদ্ধার করেছে কারা কর্তৃপক্ষ। নূর হোসেনের কাছে মোবাইল ফোন কীভাবে এলো এই ঘটনা তদন্তে গত বৃহস্পতিবার কারাগারের উপ-তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আবদুল জলিল জানান, গোপন সংবাদে জানা যায়, নূর হোসেন কনডেম সেলে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। পরে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য গত বুধবার কনডেম সেলে অভিযান চালায় কারা কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

কারাগার পার্ট-২-এর কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন রয়েছে। মোবাইল ফোন ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। কারাগারের ভেতর কীভাবে মোবাইল ফোন আনা হয়েছে, সে বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে বলে জানান আবদুল জলিল।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। ওই নির্বাচনে কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে লড়ছেন নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাতিজা শাহ জালাল বাদল।