নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ড. হিরণ্ময় সেনগুপ্ত মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিদ ড. হিরণ্ময় সেন গুপ্ত শুক্রবার রাত পৌনে ১টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জগন্নাথ হল ও পদার্থ বিজ্ঞান বিভাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নারায়ণগঞ্জের পোস্তগোলায় মরদেহ দাহ করা হয়।

ড. হিরণ্ময় সেন গুপ্ত ১৯৬৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সুপারভাইজার জোসেফ রটব্ল্যাটের অধীনে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৩-১৯৭৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি এবং ১৯৮১-১৮৮২ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

১৯৮২-১৯৯২ পর্যন্ত তিনি ইতালির ট্রিস্টে আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিকাল ফিজিক্সের (আইসিটিপি) সিনিয়র সহযোগী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৫-২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়ত্বি¡ পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ড. হিরণ্ময় সেন গুপ্ত জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ড. হিরণ্ময় সেনগুপ্ত মারা গেছেন

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিদ ড. হিরণ্ময় সেন গুপ্ত শুক্রবার রাত পৌনে ১টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জগন্নাথ হল ও পদার্থ বিজ্ঞান বিভাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নারায়ণগঞ্জের পোস্তগোলায় মরদেহ দাহ করা হয়।

ড. হিরণ্ময় সেন গুপ্ত ১৯৬৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সুপারভাইজার জোসেফ রটব্ল্যাটের অধীনে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৩-১৯৭৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি এবং ১৯৮১-১৮৮২ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

১৯৮২-১৯৯২ পর্যন্ত তিনি ইতালির ট্রিস্টে আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিকাল ফিজিক্সের (আইসিটিপি) সিনিয়র সহযোগী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৫-২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়ত্বি¡ পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ড. হিরণ্ময় সেন গুপ্ত জগন্নাথ হলের প্রভোস্ট ছিলেন।