কক্সবাজার শহরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, শহরের বাইপাস সড়কের কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছৈয়দ আশু (৩৬) কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার বাসিন্দা সেনায়েত আলী মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, ‘কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় বাস টার্মিনালমুখী মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সৈয়দ আশু আহত হয়। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩
প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার শহরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, শহরের বাইপাস সড়কের কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছৈয়দ আশু (৩৬) কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার বাসিন্দা সেনায়েত আলী মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, ‘কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় বাস টার্মিনালমুখী মোটর সাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সৈয়দ আশু আহত হয়। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।