খাজার দুই ইনিংসেই শত রান

চতুর্থ টেস্টেও জয়ের আশায় অস্ট্রেলিয়া

দ্বিতীয় ইনিংসেও শত রান করলেন উসমান খাজা। সিডনির মাঠে তিনি তৃতীয় ব্যাটার যিনি এই কা- ঘটালেন। অ্যাশেজে এর আগে আরও ৯ জনের দুই ইনিংসে শত রানের কীর্তি ছিল। তার শত রানে ভর করে ইংল্যান্ডের সামনে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য রাখলো অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টে চতুর্থ দিনে ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত খাজা। তাকে যোগ্য সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১২২ বলে ৭৪ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য এখনও ৩৫৮ রান করতে হবে তাদের। তবে গতকাল দিনটা ছিল খাজার। ডগ ওয়াল্টার্স (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬৮-৬৯ সালে) এবং রিকি পন্টিংয়ের (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৫-০৬ সালে) পর তিনিই তৃতীয় ব্যাটার যিনি সিডনির মাঠে দুই ইনিংসেই শতরান করলেন। অ্যাশেজে এমন কা- রয়েছে আরও নয় ব্যাটারের। তারা হলেন ওয়ারেন বার্ডস্লে (অস্ট্রেলিয়া, ১৯০৯), হারবার্ট সাটক্লিফ (ইংল্যান্ড, ১৯২৫), ওয়ালি হেমন্ড (ইংল্যান্ড, ১৯২৯), ডেনিস কম্পটন (ইংল্যান্ড, ১৯৪৭), আর্থার মরিস (অস্ট্রেলিয়া, ১৯৪৭), স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া, ১৯৯৭), ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া, ২০০২) এবং স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া, ২০১৯)।

আজ শেষ দিনে ইংল্যান্ডের জো রুট নির্ভর ব্যাটিংকে পরাস্ত করে ১০ উইকেট তুলতে পারলেই সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। সারাদিন টিকে থাকার লক্ষ্যে খেলতে নামবে ইংল্যান্ড নাকি বাকি ৩৫৮ রান করে ম্যাচ জিততে চাইবে, সেই দিকেই নজর থাকবে অ্যাশেজ প্রেমীদের।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৪১৬/৮ডি ও ২৬৫/৬ডি, ৬৮.৫ ওভার (খাজা ১০১*, লাবুশেন ২৯, লিচ ৪/৮৪)। ইংল্যান্ড ২৯৪/১০ ও ৩০/০, ১১ ওভার (ক্রলি ২২*, হাসিব ৮* ২/২৫)।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

খাজার দুই ইনিংসেই শত রান

চতুর্থ টেস্টেও জয়ের আশায় অস্ট্রেলিয়া

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

দ্বিতীয় ইনিংসেও শত রান করলেন উসমান খাজা। সিডনির মাঠে তিনি তৃতীয় ব্যাটার যিনি এই কা- ঘটালেন। অ্যাশেজে এর আগে আরও ৯ জনের দুই ইনিংসে শত রানের কীর্তি ছিল। তার শত রানে ভর করে ইংল্যান্ডের সামনে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য রাখলো অস্ট্রেলিয়া।

সিডনি টেস্টে চতুর্থ দিনে ১৩৮ বলে ১০১ রান করে অপরাজিত খাজা। তাকে যোগ্য সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১২২ বলে ৭৪ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য এখনও ৩৫৮ রান করতে হবে তাদের। তবে গতকাল দিনটা ছিল খাজার। ডগ ওয়াল্টার্স (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬৮-৬৯ সালে) এবং রিকি পন্টিংয়ের (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০৫-০৬ সালে) পর তিনিই তৃতীয় ব্যাটার যিনি সিডনির মাঠে দুই ইনিংসেই শতরান করলেন। অ্যাশেজে এমন কা- রয়েছে আরও নয় ব্যাটারের। তারা হলেন ওয়ারেন বার্ডস্লে (অস্ট্রেলিয়া, ১৯০৯), হারবার্ট সাটক্লিফ (ইংল্যান্ড, ১৯২৫), ওয়ালি হেমন্ড (ইংল্যান্ড, ১৯২৯), ডেনিস কম্পটন (ইংল্যান্ড, ১৯৪৭), আর্থার মরিস (অস্ট্রেলিয়া, ১৯৪৭), স্টিভ ওয়া (অস্ট্রেলিয়া, ১৯৯৭), ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া, ২০০২) এবং স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া, ২০১৯)।

আজ শেষ দিনে ইংল্যান্ডের জো রুট নির্ভর ব্যাটিংকে পরাস্ত করে ১০ উইকেট তুলতে পারলেই সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যাবে অস্ট্রেলিয়া। সারাদিন টিকে থাকার লক্ষ্যে খেলতে নামবে ইংল্যান্ড নাকি বাকি ৩৫৮ রান করে ম্যাচ জিততে চাইবে, সেই দিকেই নজর থাকবে অ্যাশেজ প্রেমীদের।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৪১৬/৮ডি ও ২৬৫/৬ডি, ৬৮.৫ ওভার (খাজা ১০১*, লাবুশেন ২৯, লিচ ৪/৮৪)। ইংল্যান্ড ২৯৪/১০ ও ৩০/০, ১১ ওভার (ক্রলি ২২*, হাসিব ৮* ২/২৫)।