নিজেদের মাঠে হেরেছে বায়ার্ন

বরুশিয়া মনশেনগ্লাডবাখের কাছে ২-১ গোলে বায়ার্ন মিউনিখ হেরে গিয়ে ডর্টমুন্ডকে বুন্দেস লিগার শিরোপার লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছে। শুক্রবার নিজেদের মাঠে এ অঘটনের শিকার হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। কোভিড-১৯ টেস্টে পজেটিভ হওয়ায় বায়ার্নকে খেলতে হয়েছে তাদের নিয়মিত খেলোয়াড় কিংসলে কোম্যান, করেন্টিন টোসিলো, ম্যানুয়েল নয়্যার, আলফনসো ডেভিস, লেরয় সানে, লুকাস হার্নান্ডেজ, ডায়ট উপামেকানো এবং টাঙ্গুই নিয়ানজুকে ছাড়া। এর ফলে বলতে গেলে দুর্বল দলই মাঠে নামাতে বাধ্য হন কোচ জুলিয়ান নাগেলসম্যান। বলতে গেলে বি দল নিয়ে খেলতে নেমেও বায়ার্ন মিউনিখ ১৮ মিনিটে গোল করে লিড নিয়েছিল। গোলটি করেন রবার্ট লেফানডস্কি। ফিফার সেরা তিনজনে থাকা লেফানডস্কি বুঝিয়ে দেন কেন তাকে সেরাদের তালিকায় রাখা হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়ায় বুন্দেস লিগার এ ম্যাচটি হয়েছে দর্শকবিহীন অবস্থায়। গোল খাওয়ার পর যেন ঘুম ভাঙ্গে মনশেনগ্লাডবাখের। খেলার ২৮ মিনিটে নিউহসের শট বায়ার্নের রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফিরতি বলে তিনি গোল করে সমতা ফেরান। এর চার মিনিট পরই সফরকারীদের এগিয়ে দেন স্টেফান লাইনার। কর্নার কিকের বলে তিনি হেড করে গোলটি করেন। বিরতির পর দাপটের সঙ্গেই খেলে বায়ার্ন। তারা সুযোগও তৈরী করে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। গোলের সুযোগ নষ্ট করেছেন লেফানডস্কি এবং টমাস মুলার। ইনজুরি টাইমে গোলরক্ষককে একা পেয়েও লেফানডস্কি সেটিকে গোলে পরিণত করতে পারেননি।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

নিজেদের মাঠে হেরেছে বায়ার্ন

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বরুশিয়া মনশেনগ্লাডবাখের আক্রমণ

বরুশিয়া মনশেনগ্লাডবাখের কাছে ২-১ গোলে বায়ার্ন মিউনিখ হেরে গিয়ে ডর্টমুন্ডকে বুন্দেস লিগার শিরোপার লড়াইয়ে ফেরার সুযোগ করে দিয়েছে। শুক্রবার নিজেদের মাঠে এ অঘটনের শিকার হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। কোভিড-১৯ টেস্টে পজেটিভ হওয়ায় বায়ার্নকে খেলতে হয়েছে তাদের নিয়মিত খেলোয়াড় কিংসলে কোম্যান, করেন্টিন টোসিলো, ম্যানুয়েল নয়্যার, আলফনসো ডেভিস, লেরয় সানে, লুকাস হার্নান্ডেজ, ডায়ট উপামেকানো এবং টাঙ্গুই নিয়ানজুকে ছাড়া। এর ফলে বলতে গেলে দুর্বল দলই মাঠে নামাতে বাধ্য হন কোচ জুলিয়ান নাগেলসম্যান। বলতে গেলে বি দল নিয়ে খেলতে নেমেও বায়ার্ন মিউনিখ ১৮ মিনিটে গোল করে লিড নিয়েছিল। গোলটি করেন রবার্ট লেফানডস্কি। ফিফার সেরা তিনজনে থাকা লেফানডস্কি বুঝিয়ে দেন কেন তাকে সেরাদের তালিকায় রাখা হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়ায় বুন্দেস লিগার এ ম্যাচটি হয়েছে দর্শকবিহীন অবস্থায়। গোল খাওয়ার পর যেন ঘুম ভাঙ্গে মনশেনগ্লাডবাখের। খেলার ২৮ মিনিটে নিউহসের শট বায়ার্নের রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফিরতি বলে তিনি গোল করে সমতা ফেরান। এর চার মিনিট পরই সফরকারীদের এগিয়ে দেন স্টেফান লাইনার। কর্নার কিকের বলে তিনি হেড করে গোলটি করেন। বিরতির পর দাপটের সঙ্গেই খেলে বায়ার্ন। তারা সুযোগও তৈরী করে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। গোলের সুযোগ নষ্ট করেছেন লেফানডস্কি এবং টমাস মুলার। ইনজুরি টাইমে গোলরক্ষককে একা পেয়েও লেফানডস্কি সেটিকে গোলে পরিণত করতে পারেননি।