জাতীয় ফুটবল দলের নতুন কাচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ স্প্যানিশ হ্যাভিয়ের কাবরেরা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় টিমস কমিটি এক বছরের জন্য তাকে নিয়োগ দেয়। স্প্যানিশ এই কোচের নতুন অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ার বালিতে। ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশ বালিতে দুইটি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা ও ক্যাম্পের বিষয়ে বাফুফে ২-৩ দিন পর জানাবে। বাংলাদেশে স্প্যানিশ কোচ নতুন নয়। এর আগে স্ত্রীর কাজের সুত্রে বাংলাদেশে থাকা স্প্যানিশ গঞ্জালো মরেনো বাংলাদেশের কোচ হিসেবে এক ম্যাচ পরিচালনা করেছিলেন। গত ১৪ বছরে ২৩ বার জাতীয় দলের কোচ বদল করেছে বাফুফে। আর গত এক বছরে চারবার কোচ বদল করল। একের পর এক কোচ আসেন আর যান। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি এই বছরের আগস্ট পর্যন্ত থাকলেও তাকে সাফের আগে দূরে রাখা হয়। প্রথম কোন দেশের জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন হ্যাভিয়ের। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতের আই-লীগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন তিনি। ১৫ অথবা ১৬ জানুয়ারি হ্যাভিয়ের ঢাকায় আসবেন বলে জানা গেছে।

রবিবার, ০৯ জানুয়ারী ২০২২ , ২৫ পৌষ ১৪২৮ ৫ জমাদিউস সানি ১৪৪৩

জাতীয় ফুটবল দলের নতুন কাচ

ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ স্প্যানিশ হ্যাভিয়ের কাবরেরা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় টিমস কমিটি এক বছরের জন্য তাকে নিয়োগ দেয়। স্প্যানিশ এই কোচের নতুন অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ার বালিতে। ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশ বালিতে দুইটি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য জাতীয় দল ঘোষণা ও ক্যাম্পের বিষয়ে বাফুফে ২-৩ দিন পর জানাবে। বাংলাদেশে স্প্যানিশ কোচ নতুন নয়। এর আগে স্ত্রীর কাজের সুত্রে বাংলাদেশে থাকা স্প্যানিশ গঞ্জালো মরেনো বাংলাদেশের কোচ হিসেবে এক ম্যাচ পরিচালনা করেছিলেন। গত ১৪ বছরে ২৩ বার জাতীয় দলের কোচ বদল করেছে বাফুফে। আর গত এক বছরে চারবার কোচ বদল করল। একের পর এক কোচ আসেন আর যান। জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তি এই বছরের আগস্ট পর্যন্ত থাকলেও তাকে সাফের আগে দূরে রাখা হয়। প্রথম কোন দেশের জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন হ্যাভিয়ের। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতের আই-লীগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন তিনি। ১৫ অথবা ১৬ জানুয়ারি হ্যাভিয়ের ঢাকায় আসবেন বলে জানা গেছে।