ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় স্বজনদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষমান স্বজনরা বিক্ষোভ করেছেন। গত শনিবার নদীর দুই তীরে টালার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ৪ দিনেও নিখোঁজ ১০ জনের কাউকে উদ্ধার করতে না পারায় স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে শনিবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। তবে নিখোঁজ কারও সন্ধান মেলেনি, পাওয়া যায়নি ডুবন্ত ট্রলারটিও।

স্বজনদের বিক্ষোভের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার ৪ দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হয়।

সোমবার, ১০ জানুয়ারী ২০২২ , ২৬ পৌষ ১৪২৮ ৬ জমাদিউস সানি ১৪৪৩

ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় স্বজনদের বিক্ষোভ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষমান স্বজনরা বিক্ষোভ করেছেন। গত শনিবার নদীর দুই তীরে টালার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ৪ দিনেও নিখোঁজ ১০ জনের কাউকে উদ্ধার করতে না পারায় স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে শনিবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। তবে নিখোঁজ কারও সন্ধান মেলেনি, পাওয়া যায়নি ডুবন্ত ট্রলারটিও।

স্বজনদের বিক্ষোভের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার ৪ দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হয়।