এলো মুনার গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’

মুনা রহমান, কুমিল্লার মেয়ে। ছোটবেলা থেকেই গান শিখছেন। মা সুরাইয়া ইসলামের আগ্রহেই মূলত মুনার গান শেখা। এখনও শখের বশে গান করছেন। আর তা করতে করতেই এরইমধ্যে প্রকাশিত হলো মুনা’র প্রথম মৌলিক গান। নাম ‘কিছু আবছা হাওয়া প্রহর’। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান, সংগীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার। ইউসুফ আহমেদ খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গানটি গতকাল প্রকাশিত হয়েছে। ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মেধাবী সিনেমাটোগ্রাফার পার্বত রায়হান। নিজের প্রথম প্রকাশিত মৌলিক গান প্রসঙ্গে মুনা রহমান বলেন, ‘গানের কথা, সুর, সংগীতায়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার প্রথম মৌলিক গান হিসেবে আমি সন্তুষ্ট।’ আর ক’দিন পরেই অর্থাৎ আগামী ১৭ জানুয়ারি মুনার জন্মদিন। মুনা রহমান ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন। 

সোমবার, ১০ জানুয়ারী ২০২২ , ২৬ পৌষ ১৪২৮ ৬ জমাদিউস সানি ১৪৪৩

এলো মুনার গান ‘কিছু আবছা হাওয়া প্রহর’

বিনোদন প্রতিবেদক

image

মুনা রহমান, কুমিল্লার মেয়ে। ছোটবেলা থেকেই গান শিখছেন। মা সুরাইয়া ইসলামের আগ্রহেই মূলত মুনার গান শেখা। এখনও শখের বশে গান করছেন। আর তা করতে করতেই এরইমধ্যে প্রকাশিত হলো মুনা’র প্রথম মৌলিক গান। নাম ‘কিছু আবছা হাওয়া প্রহর’। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ এবং সুর-সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান, সংগীতায়োজন করেছে সাউন্ডহ্যাকার। ইউসুফ আহমেদ খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ গানটি গতকাল প্রকাশিত হয়েছে। ‘কিছু আবছা হাওয়া প্রহর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মেধাবী সিনেমাটোগ্রাফার পার্বত রায়হান। নিজের প্রথম প্রকাশিত মৌলিক গান প্রসঙ্গে মুনা রহমান বলেন, ‘গানের কথা, সুর, সংগীতায়োজন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার প্রথম মৌলিক গান হিসেবে আমি সন্তুষ্ট।’ আর ক’দিন পরেই অর্থাৎ আগামী ১৭ জানুয়ারি মুনার জন্মদিন। মুনা রহমান ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন।