গারো কিশোরী ধর্ষণ মামলায় ৫ আসামি রিমান্ডে

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরী ছাত্রীকে গণধর্ষণের মামলায় আটক পাঁচ আসামিকে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ৭ দিনের রিামান্ড আবেদন করে গতকাল আদালতে হাজির করে। ময়মনসিংহ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪র্থ বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক দেওয়ান মুনিরুজ্জামান তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-১৪ গারো সম্প্রদায়ের দুই কিশোরী ছাত্রীকে গণধর্ষণের মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে। ৬ জনের মধ্যে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত ৪ আসামি ও একজন সন্দেভাজন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে মামলার প্রধান আসামি রিয়াদকে র‌্যাব-১৪ জেলার ত্রিশাল থেকে গ্রেপ্তার করে ঢাকা র‌্যাব কার্যালয়ে পাঠিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মামলার প্রধান আসামি রিয়াদ (২২), শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আবদুল হামিদ (১৯), এবং রুকন মিয়া (২১)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আটককৃত পাঁচ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় গারো সম্প্রদায়।

আরও খবর
গবেষণায় সময় দিতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১৭ জানুয়ারি
এক নির্বাচনে নারায়ণগঞ্জের রাজনীতিতে ওলট-পালট
জনগণ কখনো গডফাদারকে গ্রহণ করেনি : আইভী
মাউশিতে কর্মচারী নিয়োগে অনিয়ম অভিযান চলছে দুদকের
তীব্র শীতের কারণে শ্বাসতন্ত্রে সংক্রমণ লক্ষাধিকের, মৃত্যু ১৬
সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না পররাষ্ট্রমন্ত্রী
ধলেশ্বরীতে ট্রলার ডুবি, চার দিন পর ৬ লাশ উদ্ধার
পিপিপি ভিত্তিতে নির্মাণ হবে চার লেনের মহাসড়ক
জামালপুরে মা-মেয়েকে খুন করা হয় ধর্ষণে ব্যর্থ হয়ে
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন
প্রতিবন্ধী আরফাতুলের স্বপ্ন পুড়ে ছাই করে দিল সন্ত্রাসীরা
৮ জানুয়ারি, ১৯৭২ : লন্ডনে বঙ্গবন্ধু

সোমবার, ১০ জানুয়ারী ২০২২ , ২৬ পৌষ ১৪২৮ ৬ জমাদিউস সানি ১৪৪৩

ময়মনসিংহে

গারো কিশোরী ধর্ষণ মামলায় ৫ আসামি রিমান্ডে

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ,

ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরী ছাত্রীকে গণধর্ষণের মামলায় আটক পাঁচ আসামিকে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ৭ দিনের রিামান্ড আবেদন করে গতকাল আদালতে হাজির করে। ময়মনসিংহ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪র্থ বিচারিক আদালতের বিজ্ঞ বিচারক দেওয়ান মুনিরুজ্জামান তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-১৪ গারো সম্প্রদায়ের দুই কিশোরী ছাত্রীকে গণধর্ষণের মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে। ৬ জনের মধ্যে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার নথিভুক্ত ৪ আসামি ও একজন সন্দেভাজন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে মামলার প্রধান আসামি রিয়াদকে র‌্যাব-১৪ জেলার ত্রিশাল থেকে গ্রেপ্তার করে ঢাকা র‌্যাব কার্যালয়ে পাঠিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মামলার প্রধান আসামি রিয়াদ (২২), শরীফ মিয়া (২২), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২০), আবদুল হামিদ (১৯), এবং রুকন মিয়া (২১)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আটককৃত পাঁচ আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন দুই কিশোরী। এ ঘটনায় ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করে ধর্ষণের শিকার কিশোরীর বাবা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল হয়ে উঠে জেলার সীমান্ত উপজেলা হালুয়াঘাটের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় গারো সম্প্রদায়।