শপথ নিলেন নতুন ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। গতকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ শপথ পাঠ করান।

শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অন্য বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ থাকায় এদিন শপথ নিতে পারেননি। তিনি করোনা আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে পরে তার শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।

বর্তমানে আপিল বিভাগ ও হাইকোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ মোট ৯৫ জন বিচারপতি রয়েছেন। এরমধ্যে হাইকোর্টে ৯১ জন এবং আপিল বিভাগে চারজন। আপিল বিভাগের চার বিচারপতির মধ্যে একজন ছুটিতে রয়েছেন। এছাড়াও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন। চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি এবং বিচারপতিদের অবসরের বিষয়গুলো মাথায় রেখেই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয়া হলো।

এরআগে শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।

সোমবার, ১০ জানুয়ারী ২০২২ , ২৬ পৌষ ১৪২৮ ৬ জমাদিউস সানি ১৪৪৩

শপথ নিলেন নতুন ৩ বিচারপতি

আদালত বার্তা পরিবেশক

image

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতির মধ্যে তিনজন দায়িত্ব পালনের শপথ নিয়েছেন। গতকাল সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ শপথ পাঠ করান।

শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অন্য বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান অসুস্থ থাকায় এদিন শপথ নিতে পারেননি। তিনি করোনা আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। সুস্থ হলে পরে তার শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন।

বর্তমানে আপিল বিভাগ ও হাইকোর্টে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ মোট ৯৫ জন বিচারপতি রয়েছেন। এরমধ্যে হাইকোর্টে ৯১ জন এবং আপিল বিভাগে চারজন। আপিল বিভাগের চার বিচারপতির মধ্যে একজন ছুটিতে রয়েছেন। এছাড়াও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর, বিচারপতি মো. নূরুজ্জামান ২০২৩ সালের ৩০ জুন এবং বিচারপতি ওবায়দুল হাসান ২০২৬ সালের ১০ জানুয়ারি অবসরে যাবেন। চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি এবং বিচারপতিদের অবসরের বিষয়গুলো মাথায় রেখেই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয়া হলো।

এরআগে শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেন। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।