হিজাব পরতে উদ্বুদ্ধ করতে তালেবানের ব্যানার

আফগানিস্তানে নারীদের হিজাব পরতে উদ্বুদ্ধ করতে গাছে ও দেয়ালে ব্যানার ঝুলিয়েছে ক্ষমতাসীন তালেবান। দেশটির সৎগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে এ ব্যানার ঝুলিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস। হিজাব না পরলে নারী যাত্রীদের গণপরিবহনে উঠতে না দিতে চালকদের প্রতি আহ্বান জানানোর পর প্রচারণায় নতুন কৌশল প্রয়োগ করল তালেবান। গাছে ও দেয়ালে সরকারের লাগানো ব্যানারে দুই ধরনের হিজাবের ছবি ব্যবহার করা হয়েছে। নারীর চোখ-মুখসহ পুরো শরীর ঢাকা দুই হিজাবের একটির রং কালো, অন্যটি নীল। হিজাবের ছবি লাগানো ব্যানারে লেখা হয়েছেÑ ‘শরিয়া আইন অনুযায়ী একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। এটা শরিয়ার বিধান।’ সৎগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হিজাব পরতে উদ্বুদ্ধ করতে এ ব্যানার টাঙানো হয়েছে। এ ব্যাপারে কাউকে জোর করার সুযোগ নেই। এর আগে হিজাব ছাড়া কোনো নারীকে গণপরিবহনে বসতে না দিতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছিল তালেবান।

মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ , ২৭ পৌষ ১৪২৮ ৭ জমাদিউস সানি ১৪৪৩

হিজাব পরতে উদ্বুদ্ধ করতে তালেবানের ব্যানার

আফগানিস্তানে নারীদের হিজাব পরতে উদ্বুদ্ধ করতে গাছে ও দেয়ালে ব্যানার ঝুলিয়েছে ক্ষমতাসীন তালেবান। দেশটির সৎগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে এ ব্যানার ঝুলিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস। হিজাব না পরলে নারী যাত্রীদের গণপরিবহনে উঠতে না দিতে চালকদের প্রতি আহ্বান জানানোর পর প্রচারণায় নতুন কৌশল প্রয়োগ করল তালেবান। গাছে ও দেয়ালে সরকারের লাগানো ব্যানারে দুই ধরনের হিজাবের ছবি ব্যবহার করা হয়েছে। নারীর চোখ-মুখসহ পুরো শরীর ঢাকা দুই হিজাবের একটির রং কালো, অন্যটি নীল। হিজাবের ছবি লাগানো ব্যানারে লেখা হয়েছেÑ ‘শরিয়া আইন অনুযায়ী একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। এটা শরিয়ার বিধান।’ সৎগুণ প্রচার এবং দুষ্কর্ম প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, হিজাব পরতে উদ্বুদ্ধ করতে এ ব্যানার টাঙানো হয়েছে। এ ব্যাপারে কাউকে জোর করার সুযোগ নেই। এর আগে হিজাব ছাড়া কোনো নারীকে গণপরিবহনে বসতে না দিতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছিল তালেবান।