সুবিধাবঞ্চিতদের নামে টাকা সংগ্রহ : মামলা

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ডিজিটাল প্রতারণা মামলায় রফিকুল ইসলাম (২৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার রফিকুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার অম্বরপুরের মৃত আবদুর রহিমের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহ জানান, চট্টগ্রামের ‘উপলব্ধি’ নামক সুবিধা বঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পাওয়ার মেসেজ পাঠিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় রফিকুল। এ ঘটনায় গত ২১ ডিসেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন খবরের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট টেকনিশিয়ান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড রিফা ব্রডব্যান্ড প্রতিষ্ঠানে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমেরিকা, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের নিকট হতে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে মিথ্যা পরিচয় ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা পাওয়ার জন্য মেসেজ/মেইল পাঠিয়ে সাহায্য চেয়ে প্রবাসীদের দেয়া লাখ লাখ টাকা ডিজিটাল প্রতারণাপূর্বক আত্মসাত করার কথা স্বীকার করে বলে জানান এই কর্মকর্তা।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

সুবিধাবঞ্চিতদের নামে টাকা সংগ্রহ : মামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় ডিজিটাল প্রতারণা মামলায় রফিকুল ইসলাম (২৬) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেপ্তার রফিকুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা থানার অম্বরপুরের মৃত আবদুর রহিমের ছেলে। গত শনিবার রাত সাড়ে ৮ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহ জানান, চট্টগ্রামের ‘উপলব্ধি’ নামক সুবিধা বঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সহায়তা পাওয়ার মেসেজ পাঠিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় রফিকুল। এ ঘটনায় গত ২১ ডিসেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন খবরের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম পেশায় একজন ইন্টারনেট টেকনিশিয়ান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড রিফা ব্রডব্যান্ড প্রতিষ্ঠানে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমেরিকা, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের নিকট হতে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে মিথ্যা পরিচয় ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা পাওয়ার জন্য মেসেজ/মেইল পাঠিয়ে সাহায্য চেয়ে প্রবাসীদের দেয়া লাখ লাখ টাকা ডিজিটাল প্রতারণাপূর্বক আত্মসাত করার কথা স্বীকার করে বলে জানান এই কর্মকর্তা।