আজ স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী

নাট্যসংগঠন স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ৮৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র নির্দেশনা দিয়েছেনজাহিদ রিপন।

রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপেএবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনাকরেন।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পা-ুলিপি অবলম্বনে। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়কমন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মাণ করে স্বপ্নদল। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেনÑ সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, হ্যাপী, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু,হাসান, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, আঁচল, মাসুদ,আসিফ, মামুন,বিমল, রবিন,অনিন্দ্য প্রমুখ।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

আজ স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’র প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

image

নাট্যসংগঠন স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ নাটকের ৮৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’-র নির্দেশনা দিয়েছেনজাহিদ রিপন।

রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপেএবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনাকরেন।

স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পা-ুলিপি অবলম্বনে। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি ২০১১-এ সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়কমন্ত্রণালয়ের বিশেষ অনুদানে নির্মাণ করে স্বপ্নদল। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেনÑ সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, হ্যাপী, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু,হাসান, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, আঁচল, মাসুদ,আসিফ, মামুন,বিমল, রবিন,অনিন্দ্য প্রমুখ।