মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা। দুজনেই বর্তমানে উত্তরায় বাসায় রয়েছেন।

গতকাল এ তথ্য জানিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, দলের মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা দুজন বাসাতেই থাকছেন। ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থা ভালো আছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল।

যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব বার্তা পরিবেশক

করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা। দুজনেই বর্তমানে উত্তরায় বাসায় রয়েছেন।

গতকাল এ তথ্য জানিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, দলের মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তারা দুজন বাসাতেই থাকছেন। ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুজনের শারীরিক অবস্থা ভালো আছে।

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত শুরু হলেও এই প্রথম করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল।

যদিও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির অনেক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।