এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের চতুর্থ রাউন্ডে ওঠার মাধ্যমে আবার জয়ের ধারায় ফিরেছে। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে শুরুর দিকে স্কট ম্যাকটমিনির হেডে করা গোলটিই স্বাগতিকদের চতুর্থ রাউন্ডে তুলে দেয়। সফরকারী অ্যাস্টন ভিলা ম্যাচের বেশখানিকটা সময়ই স্বাগতিকদের চেপে ধরে রাখলেও ম্যানইউ গুরুত্বপূর্ণ জয়টি নিশ্চিত করতে সমর্থ হয়। সাত মিনিটের মাথায় ফ্রেডের ক্রসে হেড দিয়ে একমাত্র গোলটি করেন ম্যাকটমিনি। খেলার ৩০ মিনিটের মাথায় দুর্ভাগ্যবশত সমতা ফেরাতে পারেনি স্টিভেন জেরার্ডের দলটি। ভিক্টর লিন্ডেলফকে কাটিয়ে ওলি ওয়াটকিন্সর নেয়া শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় অ্যাস্টন ভিলা। মিংসের পাস লিন্ডেলফ বিস্ময়করভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটি পায় ভিলা। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানি ইংস একবার বল পাঠিয়েছিলেন ম্যানইউর জালে। কিন্তু ভিএআর দেখে রেফারি সেটি বাতিল করেন। আক্রমণ গড়ার শুরুতে এডিসন কাভানিকে জ্যাকব রামসি ফাউল  করায় গোলটি বাতিল করেন রেফারি। তবে ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখে অ্যাস্টন ভিলা। যদিও তাদের পক্ষে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করা সম্ভব হয়নি।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানইউ

অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের চতুর্থ রাউন্ডে ওঠার মাধ্যমে আবার জয়ের ধারায় ফিরেছে। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে শুরুর দিকে স্কট ম্যাকটমিনির হেডে করা গোলটিই স্বাগতিকদের চতুর্থ রাউন্ডে তুলে দেয়। সফরকারী অ্যাস্টন ভিলা ম্যাচের বেশখানিকটা সময়ই স্বাগতিকদের চেপে ধরে রাখলেও ম্যানইউ গুরুত্বপূর্ণ জয়টি নিশ্চিত করতে সমর্থ হয়। সাত মিনিটের মাথায় ফ্রেডের ক্রসে হেড দিয়ে একমাত্র গোলটি করেন ম্যাকটমিনি। খেলার ৩০ মিনিটের মাথায় দুর্ভাগ্যবশত সমতা ফেরাতে পারেনি স্টিভেন জেরার্ডের দলটি। ভিক্টর লিন্ডেলফকে কাটিয়ে ওলি ওয়াটকিন্সর নেয়া শট ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় অ্যাস্টন ভিলা। মিংসের পাস লিন্ডেলফ বিস্ময়করভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটি পায় ভিলা। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানি ইংস একবার বল পাঠিয়েছিলেন ম্যানইউর জালে। কিন্তু ভিএআর দেখে রেফারি সেটি বাতিল করেন। আক্রমণ গড়ার শুরুতে এডিসন কাভানিকে জ্যাকব রামসি ফাউল  করায় গোলটি বাতিল করেন রেফারি। তবে ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখে অ্যাস্টন ভিলা। যদিও তাদের পক্ষে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করা সম্ভব হয়নি।