ক্রীড়া সংগঠক আলী কবীর মারা গেছেন

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এ এস এম আলী কবীর সেরনিয়াবাত (৭০) গত সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২ মেয়ে, ভাই, বোন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ধানমন্ডির ৭নং রোডের বাইতুল আমান জামে মসজিদে মরহুমের চতুর্থ নামাজের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

জানাজা শেষে এ এস এম আলী কবীর সেরনিয়াবাতকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় উপস্থিত থেকে তার রূহের মাগফিরাত কামনা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, দেশবরেন্য ক্রীড়া সংগঠক ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আলী কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পেশাগত জীবনে আলী কবির সরকারের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। তিনি সচিব থাকা অবস্থায় দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন?

শোক প্রকাশ করেছে অলিম্পিক অ্যাসোশিয়েশন, অ্যাথলেটিক ফেডারেশন, আরচারি ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

ক্রীড়া সংগঠক আলী কবীর মারা গেছেন

ক্রীড়া বার্তা পরিবেশক

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এ এস এম আলী কবীর সেরনিয়াবাত (৭০) গত সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২ মেয়ে, ভাই, বোন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ধানমন্ডির ৭নং রোডের বাইতুল আমান জামে মসজিদে মরহুমের চতুর্থ নামাজের জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

জানাজা শেষে এ এস এম আলী কবীর সেরনিয়াবাতকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। জানাজায় উপস্থিত থেকে তার রূহের মাগফিরাত কামনা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, দেশবরেন্য ক্রীড়া সংগঠক ও ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আলী কবীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পেশাগত জীবনে আলী কবির সরকারের সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ছিলেন। তিনি সচিব থাকা অবস্থায় দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন?

শোক প্রকাশ করেছে অলিম্পিক অ্যাসোশিয়েশন, অ্যাথলেটিক ফেডারেশন, আরচারি ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড (বিসিবি)।