ছিনতাই রোধে পদক্ষেপ নিন

সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানীর পল্টন, গুলিস্থান এবং বংশাল এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশি। বাসের জানালা দিয়ে ফোন, পরিহিত স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই হয়। এসব ছিনতাইকারীদের রয়েছে নিজস্ব শক্তিশালী একটি গ্রুপ। তারা আশেপাশে অবস্থান নিয়ে এই ছিনতাই কার্যক্রম সফলভাবে শেষ করে। এদের কখনো ধরা গেলেও সিন্ডিকেটের মাধ্যমে ঠিকই পার পেয়ে যায়। আবার অনেক সময় ছিনতাইয়ের সময় হতাহতের ঘটনাও নতুন নয়। পুলিশের কাছে অভিযোগ জানালে তা শুধু সাধারণ ডায়েরি করেই সমস্যার সমাধান দেয়া হয়।

এমতাবস্থায় এইসব এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে এসব ছিনতাই চক্রের কার্যক্রম বন্ধ করতে না পারলে পথচারী এবং এই এলাকায় বসবাসরত ও চলাচলরত সকলের জন্য হুমকির কারণ হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা করছি।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

ছিনতাই রোধে পদক্ষেপ নিন

সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানীর পল্টন, গুলিস্থান এবং বংশাল এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশি। বাসের জানালা দিয়ে ফোন, পরিহিত স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই হয়। এসব ছিনতাইকারীদের রয়েছে নিজস্ব শক্তিশালী একটি গ্রুপ। তারা আশেপাশে অবস্থান নিয়ে এই ছিনতাই কার্যক্রম সফলভাবে শেষ করে। এদের কখনো ধরা গেলেও সিন্ডিকেটের মাধ্যমে ঠিকই পার পেয়ে যায়। আবার অনেক সময় ছিনতাইয়ের সময় হতাহতের ঘটনাও নতুন নয়। পুলিশের কাছে অভিযোগ জানালে তা শুধু সাধারণ ডায়েরি করেই সমস্যার সমাধান দেয়া হয়।

এমতাবস্থায় এইসব এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে এসব ছিনতাই চক্রের কার্যক্রম বন্ধ করতে না পারলে পথচারী এবং এই এলাকায় বসবাসরত ও চলাচলরত সকলের জন্য হুমকির কারণ হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা করছি।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম