ক্যান্টিন চাই

খুলনা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এবং দুইশ শিক্ষক নিয়ে সরকারি ব্রজলাল কলেজ চলেছে। ১৯০২ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়। বর্তমানে ২১টি বিষয় স্নাতক এবং ১৬টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়; কিন্তু শিক্ষার্থীদের চাহিদার তুলনায় বিভিন্ন সুযোগ-সুবিধার সংকট রয়েছে কলেজটিতে। শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে নেই কোনো ক্যান্টিন। যার ফলে কলেজের বাইরের হোটেল, ফুটপাতের দোকানের চা, বিস্কিট, সিঙ্গারা ইত্যাদি খেয়ে থাকেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্যহানি ও অতিরিক্ত টাকা খরচ হয় তাদের।

সিংহভাগ শিক্ষার্থীর পক্ষে বেশি দামের খাবার কিনে খাওয়া একটু কষ্টকর হয়ে পড়ে। এজন্য কলেজ প্রশাসনের উদ্যোগে ক্যান্টিন করা যায় কিনা সে বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ যদি তহবিল থেকে ভর্তুকির ব্যবস্থা করে তাহলে এটি স্থাপন করতে খুব বেশি সময় লাগবে না। তাই সব শিক্ষার্থীর সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব বিএল কলেজে ক্যান্টিন স্থাপন করা হোক।

রিয়াদ হোসেন

বুধবার, ১২ জানুয়ারী ২০২২ , ২৮ পৌষ ১৪২৮ ৮ জমাদিউস সানি ১৪৪৩

ক্যান্টিন চাই

খুলনা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী এবং দুইশ শিক্ষক নিয়ে সরকারি ব্রজলাল কলেজ চলেছে। ১৯০২ সালে স্থাপিত এ প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়। বর্তমানে ২১টি বিষয় স্নাতক এবং ১৬টি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়; কিন্তু শিক্ষার্থীদের চাহিদার তুলনায় বিভিন্ন সুযোগ-সুবিধার সংকট রয়েছে কলেজটিতে। শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে নেই কোনো ক্যান্টিন। যার ফলে কলেজের বাইরের হোটেল, ফুটপাতের দোকানের চা, বিস্কিট, সিঙ্গারা ইত্যাদি খেয়ে থাকেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্যহানি ও অতিরিক্ত টাকা খরচ হয় তাদের।

সিংহভাগ শিক্ষার্থীর পক্ষে বেশি দামের খাবার কিনে খাওয়া একটু কষ্টকর হয়ে পড়ে। এজন্য কলেজ প্রশাসনের উদ্যোগে ক্যান্টিন করা যায় কিনা সে বিষয়ে অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ যদি তহবিল থেকে ভর্তুকির ব্যবস্থা করে তাহলে এটি স্থাপন করতে খুব বেশি সময় লাগবে না। তাই সব শিক্ষার্থীর সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব বিএল কলেজে ক্যান্টিন স্থাপন করা হোক।

রিয়াদ হোসেন