সাময়িকী কবিতা

মিথ্যুক

খালেদ হোসাইন

মাঘ মাস চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে বুক

বারোমাস লেগে আছে অসুখ-বিসুখ।

ফাল্গুনে শান্তি পাবো- সম্ভাবনা নাই

প্রতিদিন জড়ো হবে ধানাই-পানাই

মহুয়া ফুলের গন্ধ যাবে পাশ কেটে

ছাতিম পেরিয়ে যাবো আলগোছে হেঁটে।

মাঘ মাস চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে বুক!

তুমি ভাবো এই লোক ভীষণ মিথ্যুক!

আবাদ-স্তুতি

শৈবাল আদিত্য

দ্যাখো, সন ধান লাগিয়েছি আমাদের মাঠে।

এবার আনন্দের মৌসুম জুড়ে

মুখর বৃষ্টি নামুক,

সরুসরুপ্রচল আলের রেখা ভেঙ্গে

নেচে নেচে কৃষ্ণকৃষক; গেয়ে যাবো

ফসলের গান ফসিলের গান 

চন্দ্রাহত দুঃখিনী নদীর গান।

কচুরীফুলের ছলছলে ডাগর চোখে

ভেসে ভেসে বেজেছিলো বীণা; উজানের সুর আর

তাবৎ স্রোতের ইতিহাস।

ও আমার পাললিক ভূমি

ও আমার অন্তর্পাঠ...

আমায় ধ্যানস্থ কর অপার মৌনতায়

আমায় জলস্থ কর শেকড়ের গায়

আমায় নতজানু কর

সুসুন্দরের প্রতীক্ষায়।

আবাদ-বন্দনায় আকণ্ঠ 

জলে জ্বলে উঠি চকচকে ফলা...

ভাগ্যরেখা তছনছ হ’লে

নাইমুল করিম

ভবিষ্যসূচনা ক’রে শহিদ জ্যোতিষ বলেছিলো

একটা নীলা একটা আকিক রুপার আংটিতে

ডান হাতের অনামিকা ও মধ্যমা আঙুলে

নির্দিষ্ট কিছু সময়যাপনে

শহুরে এক টকটকে লাল গোলাপ

আমার দু’ঊরুতে বসবে উৎফুল্ল

আমি ব্যতীত ভুলেও অন্য কারোর চৌকাঠ মাড়াবে না

তাইতো জ্যোতিষের সঙ্গে আলোচনার ভিত্তিতে

নীলাতে আকিকে ঘোরপ্যাঁচ খেতে খেতে দেখি

আমার চৌহদ্দি থেকে জ্যোতিষ চতুরালি চম্পট

আর টকটকে দেখি স্মার্টশপিং কফিহাউসে

লংড্রাইভে বিবিধ

বস্তুত ভাগ্যরেখা তছনছ হ’লে

বৃষ্টির মতো অবিরাম ধারায় বিরহদহন আসে

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ , ২৯ পৌষ ১৪২৮ ৯ জমাদিউস সানি ১৪৪৩

সাময়িকী কবিতা

মিথ্যুক

খালেদ হোসাইন

মাঘ মাস চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে বুক

বারোমাস লেগে আছে অসুখ-বিসুখ।

ফাল্গুনে শান্তি পাবো- সম্ভাবনা নাই

প্রতিদিন জড়ো হবে ধানাই-পানাই

মহুয়া ফুলের গন্ধ যাবে পাশ কেটে

ছাতিম পেরিয়ে যাবো আলগোছে হেঁটে।

মাঘ মাস চলে যাচ্ছে জ্বলে যাচ্ছে বুক!

তুমি ভাবো এই লোক ভীষণ মিথ্যুক!

আবাদ-স্তুতি

শৈবাল আদিত্য

দ্যাখো, সন ধান লাগিয়েছি আমাদের মাঠে।

এবার আনন্দের মৌসুম জুড়ে

মুখর বৃষ্টি নামুক,

সরুসরুপ্রচল আলের রেখা ভেঙ্গে

নেচে নেচে কৃষ্ণকৃষক; গেয়ে যাবো

ফসলের গান ফসিলের গান 

চন্দ্রাহত দুঃখিনী নদীর গান।

কচুরীফুলের ছলছলে ডাগর চোখে

ভেসে ভেসে বেজেছিলো বীণা; উজানের সুর আর

তাবৎ স্রোতের ইতিহাস।

ও আমার পাললিক ভূমি

ও আমার অন্তর্পাঠ...

আমায় ধ্যানস্থ কর অপার মৌনতায়

আমায় জলস্থ কর শেকড়ের গায়

আমায় নতজানু কর

সুসুন্দরের প্রতীক্ষায়।

আবাদ-বন্দনায় আকণ্ঠ 

জলে জ্বলে উঠি চকচকে ফলা...

ভাগ্যরেখা তছনছ হ’লে

নাইমুল করিম

ভবিষ্যসূচনা ক’রে শহিদ জ্যোতিষ বলেছিলো

একটা নীলা একটা আকিক রুপার আংটিতে

ডান হাতের অনামিকা ও মধ্যমা আঙুলে

নির্দিষ্ট কিছু সময়যাপনে

শহুরে এক টকটকে লাল গোলাপ

আমার দু’ঊরুতে বসবে উৎফুল্ল

আমি ব্যতীত ভুলেও অন্য কারোর চৌকাঠ মাড়াবে না

তাইতো জ্যোতিষের সঙ্গে আলোচনার ভিত্তিতে

নীলাতে আকিকে ঘোরপ্যাঁচ খেতে খেতে দেখি

আমার চৌহদ্দি থেকে জ্যোতিষ চতুরালি চম্পট

আর টকটকে দেখি স্মার্টশপিং কফিহাউসে

লংড্রাইভে বিবিধ

বস্তুত ভাগ্যরেখা তছনছ হ’লে

বৃষ্টির মতো অবিরাম ধারায় বিরহদহন আসে