গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি উন্মোচন করল স্যামসাং

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। ফোনটিতে আছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা। অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, এশটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড ৩এক্স টেলি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।

৮জিবি র?্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। ০% ইন্টারেস্টে (সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইমমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ২৪ মাসের ইমমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন; একইসঙ্গে ক্যাশব্যাক অফারে ২০০০ টাকা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২ , ২৯ পৌষ ১৪২৮ ৯ জমাদিউস সানি ১৪৪৩

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি উন্মোচন করল স্যামসাং

image

সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। ফোনটিতে আছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা। অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, এশটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড ৩এক্স টেলি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা।

৮জিবি র?্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। ০% ইন্টারেস্টে (সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইমমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ২৪ মাসের ইমমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন; একইসঙ্গে ক্যাশব্যাক অফারে ২০০০ টাকা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।