স্বাধীন পরিচালক নিয়োগ আবেদনের অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ‘করপোরেট গভর্নেন্স কোড-২০১৮’ এর আলোকে স্বাধীন পরিচালক নিয়োগের জন্য ‘রেগুলেটরি সাবমিশন ফর্ম ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ নামে অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বৃহস্পতিবার বিএসইসির ৮০৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি হতে সব তালিকাভুক্ত কোম্পানি তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন উপরোল্লিখিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশন গঠন করবে।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে, এই বিষয়ে আজকের সভায় একটি প্রজ্ঞাপন অনুমোদন করেছে যা আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ , ০১ মাঘ ১৪২৮ ১১ জমাদিউস সানি ১৪৪৩

স্বাধীন পরিচালক নিয়োগ আবেদনের অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ‘করপোরেট গভর্নেন্স কোড-২০১৮’ এর আলোকে স্বাধীন পরিচালক নিয়োগের জন্য ‘রেগুলেটরি সাবমিশন ফর্ম ফর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর’ নামে অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বৃহস্পতিবার বিএসইসির ৮০৭তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি হতে সব তালিকাভুক্ত কোম্পানি তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন উপরোল্লিখিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশন গঠন করবে।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে, এই বিষয়ে আজকের সভায় একটি প্রজ্ঞাপন অনুমোদন করেছে যা আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে কার্যকর হবে।