আজ শমী কায়সারের জন্মদিন

আজ দেশের বরেণ্য অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে হিসেবে গর্ব অনুভব করেন। তবে সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজেও হয়ে ওঠেছেন গুণী ব্যক্তিত্ব। নান্দনিক অভিনয় নৈপুণ্যে অর্জন করেছেন কোটি দর্শকের ভালোবাসা। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ১৯৮৯ সালে টিভি নাটকে শমী কায়সারে অভিষেক ঘটে। এর পরপই তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’তে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবদুুল্লাহ আল মামুন। শমী কায়সার অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘স্পর্শ’, ‘একজন আরিয়ানা’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’, ‘পরিচয়’, ‘সম্পর্ক’ ইত্যাদি। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। একটি চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ও অন্যটি তানভীর মোকাম্মেলের ‘লালন’। ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে বেশকিছু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে সেলিম আল দীন রচিত ‘হাতহদাই’ অন্যতম। চলচ্চিত্রে অভিনয় করেও শমী নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত লালন, চাষী নজরুল ইসলাম পরিচালিত হাছন রাজা। এখন অভিনয়ে তাকে খুব বেশি দেখা না গেলেও দর্শকমনে তার অবস্থান অটুট রয়েছে। বর্তমানে তিনি পুরোদস্তুর ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে।

শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ , ০১ মাঘ ১৪২৮ ১১ জমাদিউস সানি ১৪৪৩

আজ শমী কায়সারের জন্মদিন

নিজস্ব বার্তা পরিবেশক

image

আজ দেশের বরেণ্য অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে হিসেবে গর্ব অনুভব করেন। তবে সৃজনশীল কর্মযজ্ঞের মধ্য দিয়ে নিজেও হয়ে ওঠেছেন গুণী ব্যক্তিত্ব। নান্দনিক অভিনয় নৈপুণ্যে অর্জন করেছেন কোটি দর্শকের ভালোবাসা। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ১৯৮৯ সালে টিভি নাটকে শমী কায়সারে অভিষেক ঘটে। এর পরপই তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যত দূরে যাই’তে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবদুুল্লাহ আল মামুন। শমী কায়সার অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘স্পর্শ’, ‘একজন আরিয়ানা’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’, ‘পরিচয়’, ‘সম্পর্ক’ ইত্যাদি। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। একটি চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ও অন্যটি তানভীর মোকাম্মেলের ‘লালন’। ঢাকা থিয়েটারের নাট্যকর্মী হিসেবে বেশকিছু মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে সেলিম আল দীন রচিত ‘হাতহদাই’ অন্যতম। চলচ্চিত্রে অভিনয় করেও শমী নজর কেড়েছেন। এর মধ্যে রয়েছে তানভীর মোকাম্মেল পরিচালিত লালন, চাষী নজরুল ইসলাম পরিচালিত হাছন রাজা। এখন অভিনয়ে তাকে খুব বেশি দেখা না গেলেও দর্শকমনে তার অবস্থান অটুট রয়েছে। বর্তমানে তিনি পুরোদস্তুর ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে।