৯ বছর পর শিরোনামহীনের অ্যালবাম

শিরোনামহীনের সর্বশেষ একক অ্যালবাম ‘শিরোনামহীন’ প্রকাশ হয় ২০১৩ সালে। ৯ বছর পর প্রকাশ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ‘পারফিউম’। এতে থাকছে ৮টি গান। এরমধ্যে ৭টির ভিডিও উন্মুক্ত হয়েছে অন্তর্জালে। শেষ গান শিরোনাম সংগীতের (পারফিউম) শুটিং শেষ হলো সম্প্রতি।

শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান জানান, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর পেছনে তারা বিগত আড়াই বছর পরিশ্রম করেছেন। যেটাকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও বলতে চাইছেন তারা। যেখানে গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই এরকম স্ক্রিনপ্লে করা হয়েছে।

গানটির ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান কে ওয়াই স্টিল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান নিজেই। গানটির শুটিং হয় হেমায়েতপুরে দেশালের পরিচালক গোলাম মোস্তফা সবুজের বাসভবন ‘সবুজপাতা’য়।

জিয়াউর রহমান বলেন, ‘আমরা এই গানে পাশ্চাত্যে উদ্ভূত মি টু মুভমেন্টের একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি। ভিক্টিম ব্লেমিং একটি সমসাময়িক সমস্যা। আমাদের দেশে এর শিকার পৃথিবীর বুকে অন্যতম। আশা করছি, বাংলাদেশেও ভিক্টিম ব্লেমিংয়ের অত্যাচার বন্ধ হবে অচিরেই।’ শিরোনামহীন সদস্যরা জানান, ‘পারফিউম’ অ্যালবামটির ‘কালেক্টরস এডিশন’ প্রকাশ করার সব পরিকল্পনা চূড়ান্ত। যার সার্বিক ব্যবস্থাপনা করার জন্য এজেন্সি হিসেবে কাজ করছে ‘ড্রিমক্যাস্ট’। ব্যান্ড দলটির বর্তমান লাইন-আপ: গীতিকার, সুরকার, বেস গিটারিস্ট, চেলিস্ট ও সরোদবাদক জিয়া রহমান। ড্রামস, সরোদ ও বাঁশিতে কাজী আহমাদ শাফিন, লিড গিটারে দিয়াত খান, কণ্ঠে শেখ ইশতিয়াক ও কিবোর্ডে সাইমন চৌধুরী।

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ , ১০ মাঘ ১৪২৮ ২০ জমাদিউস সানি ১৪৪৩

৯ বছর পর শিরোনামহীনের অ্যালবাম

বিনোদন প্রতিবেদক

image

শিরোনামহীনের সর্বশেষ একক অ্যালবাম ‘শিরোনামহীন’ প্রকাশ হয় ২০১৩ সালে। ৯ বছর পর প্রকাশ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ‘পারফিউম’। এতে থাকছে ৮টি গান। এরমধ্যে ৭টির ভিডিও উন্মুক্ত হয়েছে অন্তর্জালে। শেষ গান শিরোনাম সংগীতের (পারফিউম) শুটিং শেষ হলো সম্প্রতি।

শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান জানান, ব্যয়বহুল এই মিউজিক ভিডিওর পেছনে তারা বিগত আড়াই বছর পরিশ্রম করেছেন। যেটাকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও বলতে চাইছেন তারা। যেখানে গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের সম্পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্যই এরকম স্ক্রিনপ্লে করা হয়েছে।

গানটির ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান কে ওয়াই স্টিল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান নিজেই। গানটির শুটিং হয় হেমায়েতপুরে দেশালের পরিচালক গোলাম মোস্তফা সবুজের বাসভবন ‘সবুজপাতা’য়।

জিয়াউর রহমান বলেন, ‘আমরা এই গানে পাশ্চাত্যে উদ্ভূত মি টু মুভমেন্টের একটা মেসেজ দেয়ার চেষ্টা করেছি। ভিক্টিম ব্লেমিং একটি সমসাময়িক সমস্যা। আমাদের দেশে এর শিকার পৃথিবীর বুকে অন্যতম। আশা করছি, বাংলাদেশেও ভিক্টিম ব্লেমিংয়ের অত্যাচার বন্ধ হবে অচিরেই।’ শিরোনামহীন সদস্যরা জানান, ‘পারফিউম’ অ্যালবামটির ‘কালেক্টরস এডিশন’ প্রকাশ করার সব পরিকল্পনা চূড়ান্ত। যার সার্বিক ব্যবস্থাপনা করার জন্য এজেন্সি হিসেবে কাজ করছে ‘ড্রিমক্যাস্ট’। ব্যান্ড দলটির বর্তমান লাইন-আপ: গীতিকার, সুরকার, বেস গিটারিস্ট, চেলিস্ট ও সরোদবাদক জিয়া রহমান। ড্রামস, সরোদ ও বাঁশিতে কাজী আহমাদ শাফিন, লিড গিটারে দিয়াত খান, কণ্ঠে শেখ ইশতিয়াক ও কিবোর্ডে সাইমন চৌধুরী।