পদাতিক নাট্য সংসদ এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

২১ জানুয়ারি ২০২২ পদাতিক নাট্য সংসদ ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মহিলা সমিতিতে পদাতিক “কচি স্মৃতি সম্মাননা- ২০২২” প্রদান এবং “অটিজম” সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত মঞ্চ নাটক “প্রেরণা”র মঞ্চায়ন করে পদাতিক। পদাতিক এবার একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা, লেখক, প্রকাশক মফিদুল হক এবং একুশে পদক প্রাপ্ত নাট্যজন ষড়ৈশ^র্য লাকী ইনাম কে “কচি স্মৃতি সম্মাননা-২০২২” প্রদান করেছে। একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কবি-সাহিত্যিক আসাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য যে, ২০০৬ সাল থেকে পদাতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য দলের প্রতিষ্ঠাতা সদস্য আইনজ্ঞ প্রয়াত আবু মুহাম্মদ মুরতাঈশ কচি স্মরণে “কচি স্মৃতি সম্মাননা” প্রদান করে আসছে। সম্মাননা ও আলোচনা পর্বের পরে পদাতিকের ৩৩তম প্রযোজনা ‘প্রেরণা’ মঞ্চায়িত হয়। নাটকের নাট্যকার এবং নির্দেশক- সাবিল রেজা চৌধুরী। নাটকে অভিনয় করেন, সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাকনুন, মামুন আব্দুলাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক আবদুস সেলিম।

সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ , ১০ মাঘ ১৪২৮ ২০ জমাদিউস সানি ১৪৪৩

পদাতিক নাট্য সংসদ এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বিনোদন প্রতিবেদক

image

২১ জানুয়ারি ২০২২ পদাতিক নাট্য সংসদ ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন মহিলা সমিতিতে পদাতিক “কচি স্মৃতি সম্মাননা- ২০২২” প্রদান এবং “অটিজম” সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে নির্মিত মঞ্চ নাটক “প্রেরণা”র মঞ্চায়ন করে পদাতিক। পদাতিক এবার একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা, লেখক, প্রকাশক মফিদুল হক এবং একুশে পদক প্রাপ্ত নাট্যজন ষড়ৈশ^র্য লাকী ইনাম কে “কচি স্মৃতি সম্মাননা-২০২২” প্রদান করেছে। একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কবি-সাহিত্যিক আসাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন। উল্লেখ্য যে, ২০০৬ সাল থেকে পদাতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য দলের প্রতিষ্ঠাতা সদস্য আইনজ্ঞ প্রয়াত আবু মুহাম্মদ মুরতাঈশ কচি স্মরণে “কচি স্মৃতি সম্মাননা” প্রদান করে আসছে। সম্মাননা ও আলোচনা পর্বের পরে পদাতিকের ৩৩তম প্রযোজনা ‘প্রেরণা’ মঞ্চায়িত হয়। নাটকের নাট্যকার এবং নির্দেশক- সাবিল রেজা চৌধুরী। নাটকে অভিনয় করেন, সামিআ চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম মাকনুন, মামুন আব্দুলাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ। নাটকটির প্রযোজনা অধিকর্তা ও শিল্প নির্দেশনায় সেলিম শামসুল হুদা চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক আবদুস সেলিম।